কই মাছের টক ঝাল(Koi Macher Tok Jhal recipe in bengali)

Madhumita Kayal
Madhumita Kayal @Madhumita2008
Raghabpur(Baspara) P.O -Nepalgunj P.S -Bishnupur Dist -24 Pgs (S) Kolkata-700103.

#ebook2
#দূর্গাপূজা

কই মাছের টক ঝাল(Koi Macher Tok Jhal recipe in bengali)

#ebook2
#দূর্গাপূজা

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট।
৪ জনার জন্য।
  1. ৪ টা কই মাছ
  2. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  3. ১/২ চা চামচ নুন
  4. ১/২ কাপ তেল
  5. টকের জন্য👇
  6. ১ টা টমেটো পিউরি
  7. ৩ চা চামচ টক দই
  8. ২ চা চামচ তেঁতুলের জল
  9. ১/২ চা চামচআদা বাটা
  10. ১/২ চা চামচরসুন বাটা
  11. ১ টা পিঁয়াজ বাটা
  12. ১/৩ চা চামচ কালো জিরা
  13. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  14. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  15. ১/২ চা চামচ জিরা গুঁড়ো
  16. ১/২ চা চামচধনে গুঁড়া
  17. ১/২ চা চামচগোলমরিচ গুঁড়ো
  18. ১/৩ চা চামচ নুন
  19. ২ চা চামচ সরষের তেল
  20. ১ কাপ জল
  21. ঝালের জন্য👇
  22. ১ চা চামচকালো সরষে বাটা।
  23. ২ চা চামচ সাদা সরষে বাটা
  24. ১ চা চামচপোস্ত বাটা।
  25. ৪ টা কাঁচা লঙ্কা বাটা
  26. ১/২ চা চামচ চালমগজ বাটা
  27. ১ চা চামচআদা বাটা
  28. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  29. ১/২চা চামচ লঙ্কা গুঁড়ো
  30. ১ /২ চা চামচধনে গুঁড়ো
  31. ১/২ চা চামচজিরা গুঁড়ো
  32. ১/২ চা চামচ কালো জিরা
  33. ১/৩ চা চামচ নুন
  34. ২ চা চামচ সরষের তেল
  35. ১ কাপ জল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট।
  1. 1

    প্রথমে মাছ গুলো কে নুন হলুদ গুরা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে।

  2. 2

    তারপর চুলায় একটা করা বসিয়ে ওর মধ্যে তেল দিয়ে তেল গরম হলে ওর মধ্যে কই মাছ গুলো কে দিয়ে ভালো করে ভেজে তুলে নিতে হবে।

  3. 3

    তারপর টকের জন্য- করাই তে ২ চামচ তেল দিতে হবে এবং তেল গরম হলে ওর মধ্যে কালো জিরে দিয়ে নেড়েচেড়ে নিয়ে ওর মধ্যে পিয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে।

  4. 4

    তারপর ওর মধ্যে টমেটো পিউরি ও টক দই দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে ওর মধ্যে নুন হলুদ গুরা, লঙ্কা গুরা, ধনে গুরা, জিরা গুরা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে পরিমান মত জল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে ওর মধ্যে কই মাছ গুলো কে দিয়ে ঢেকে এক পিঠ রান্না করে নিতে হবে ৫ মিনিট।

  5. 5

    তারপর কই মাছের ঝাল মাখা মাখা হয়ে আসলে ওর মধ্যে গোল মরিচ গুঁড়া ও তেঁতুলের রস দিয়ে নামিয়ে নিতে হবে এবং তৈরি হয়ে যাবে কই মাছের টক।

  6. 6

    তারপর ঝালের জন্য - করাইতে ২ চামচ তেল দিতে হবে এবং তেল গরম হলে ওর মধ্যে কালো জিরা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে ওর মধ্যে আদা বাটা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে ওর মধ্যে নুন, হলুদ গুরা, লঙ্কা গুরা, ধনে গুরা, জিরা গুরা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  7. 7

    তারপর ওর মধ্যে চালমগজ বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে কলো সরষে বাটা ও সাদা সরষে বাটা, পস্তো বাটা দিয়ে ওর মধ্যে ১ কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিতে হবে এবং ঘনো হয়ে আসলে নামিয়ে নিয়ে কই মাছের শুকনো অপর দিকে দিয়ে দিতে হবে এবং তৈরি হয়ে যাবে কই মাছের ঝাল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Madhumita Kayal
Madhumita Kayal @Madhumita2008
Raghabpur(Baspara) P.O -Nepalgunj P.S -Bishnupur Dist -24 Pgs (S) Kolkata-700103.

Similar Recipes