কই মাছের হরগৌরি(koi maacher haragouri recipe in Bengali)

Sanchita Das
Sanchita Das @cook_SanchitaDas30
Bhubaneswar

#প্রিয়জন স্পেশাল রেসিপি

কই মাছের হরগৌরি(koi maacher haragouri recipe in Bengali)

#প্রিয়জন স্পেশাল রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৪ জনের জন্য
  1. ৪ টা কই মাছ
  2. ১.৫ টেবিল চামচ সর্ষে বাটা
  3. ১ টা ছোট টমেটো পিউরি
  4. ১ টা পেঁয়াজ বাটা
  5. ১ চা চামচ রসুন বাটা
  6. ১/২ চা চামচ আদা বাটা
  7. ৪ টে চেরা কাঁচা লঙ্কা
  8. স্বাদমতোলবণ
  9. ১.৫ চা চামচ হলুদ গুঁড়ো
  10. ১ চা চামচ লাল লংকা গুঁড়ো
  11. ১ চা চামচ জিরা গুঁড়ো
  12. ১ চা চামচ ধনিয়া গুঁড়ো
  13. ১ চা চামচ পাতিলেবুর রস
  14. ১/২ কাপ সরিষার তেল
  15. ১/২ চা চামচ কালো জিরা
  16. ১ চা চামচ ধনিয়া পাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে মাছ অল্প লবণ ও হলুদ গুঁড়ো মাখিয়ে হাল্কা করে ভেজে তুলে রাখতে হবে। এবার কড়াইতে তেল গরম করে তাতে কাঁচা লংকা ফোড়ন দিয়ে নেড়েচেড়ে সর্ষে বাটা, লবণ, হলুদ গুঁড়ো দিয়ে কষিয়ে জল দিয়ে ৩ মিনিট ফুটিয়ে নিতে হবে।

  2. 2

    অন্য কড়াইতে তেল গরম করে তাতে কালো জিরা ও কাঁচা লংকা ফোড়ন দিয়ে পেঁয়াজ আদা রসুন বাটা, লবণ দিয়ে কষিয়ে টোম্যাটো পিউরি দিয়ে কষিয়ে লাল লংকা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে কষিয়ে জল দিয়ে শুকনো হলে পাতিলেবুর রস দিয়ে নামাতে হবে। এবার সর্ষে গ্রেভিতে কাঁচা তেল দিয়ে মিশিয়ে আঁচ কম করে তাতে ভাজা মাছ দিতে হবে।

  3. 3

    মাছের উপরে লাল গ্রেভি দিয়ে সর্ষে গ্রেভি শুকালে নামাতে হবে।দু পিঠে দু রং। দু রকম স্বাদ,ঝাল ও টক। ১ টা মাছ লাল গ্রেভি ও ১ টা মাছ হলুদ গ্রেভির দিক করে প্লেটে রেখে উপরে ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sanchita Das
Sanchita Das @cook_SanchitaDas30
Bhubaneswar

Similar Recipes