ফুলকপি ও কই মাছের ঝাল (Phulkopi o koi macher jhol recipe in bengali)

Samita Sar
Samita Sar @cook_25646655

সবসময় বেশি তেল মশলার রান্না ভালো লাগে না,তাই ফুলকপি দিয়ে পাতলা মাছের ঝাল করেছি,ভালো ই লাগলো ।

ফুলকপি ও কই মাছের ঝাল (Phulkopi o koi macher jhol recipe in bengali)

সবসময় বেশি তেল মশলার রান্না ভালো লাগে না,তাই ফুলকপি দিয়ে পাতলা মাছের ঝাল করেছি,ভালো ই লাগলো ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৪ জন
  1. ৫টিকই মাছ
  2. ৮টুকরোফুলকপি
  3. ১/২আলু
  4. ১টিটমেটো
  5. ১/২ চা চামচআদা বাটা
  6. ১ চা চামচলঙ্কা বাটা
  7. ১ চা চামচজিরে গুঁড়ো
  8. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  9. ১ চা চামচগরম মশলা গুঁড়ো
  10. স্বাদ অনুযায়ীনুন
  11. প্রয়োজন অনুযায়ীরান্নার জন্যে জল
  12. ১টিতেজপাতা
  13. পরিমাণমতোসাজানোর জন্য লঙ্কা ও ধনেপাতা
  14. ৪ চা চামচসরযের তেল ৪চামচ
  15. ১/২ চা চামচপাঁচফোড়ন

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে কই মাছ আশঁ ছাড়িয়ে একটু নুন মাখিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি

  2. 2

    এবার কড়াইয়ে তেল দিয়ে মাছে নুন,হলুদ ও একটু আটা মাখিয়ে ভেজে নিলাম

  3. 3

    এবার তেলে পাঁচ ফোড়ন ও তেজপাতা দিয়ে সুগন্ধ বেড়োলে টুকরোআলু ও কপি দিয়ে,একটু নুন,হলুদ গুড়ো দিয়ে ভাজতে হবে।

  4. 4

    ভাজা হয়ে গেলে আদা বাটা, লঙ্কা বাটা, টমেটো বাটা, জিরে, ধনে গুড়ো ও প্রয়োজন মতো নুন দিয়ে ভালো করে কযিয়ে নিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেব।কপি ও আলু সেদ্ধ হয়ে গেলে মাছ দিয়ে দেব ।একটু ফুটেঝোল ঘন হয়ে এলে একটু আটা বা ময়দা জলে গুলে ঝোলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে গরম মশলা গুড়ো ছড়িয়ে নামিয়ে নেব

  5. 5

    এবার প্লেটে ধনেপাতা ও লঙ্কা দিয়ে মাছের ঝোল সাজিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Samita Sar
Samita Sar @cook_25646655

Similar Recipes