কুমড়োর ছেঁচকি (Kumror chenchki recipe in bengali)

ÝTumpa Bose
ÝTumpa Bose @Tumpacook_25061140

কুমড়োর ছেঁচকি (Kumror chenchki recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

কুরি মিনিট।
  1. ১ বাটিকুমরো কুচি করে কাটা
  2. ১ টাপেঁয়াজ কুচি
  3. ২ টোকাঁচা লঙ্কা
  4. ১ টাশুকনো লঙ্কা
  5. ১ চিমটিকালো জিরে
  6. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  7. ১.৫ টেবিল চামচসরষের তে।
  8. স্বাদ অনুযায়ীনুন আর চিনি

রান্নার নির্দেশ সমূহ

কুরি মিনিট।
  1. 1

    কড়াইতে তেল গরম করে কালো জিরে, শুকনো লঙ্কা ফোরণ দিতে হবে।

  2. 2

    ফোড়ন এর গন্ধ বের হলে,পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিতে হবে।

  3. 3

    পেঁয়াজ ভাজা হলে,কুমরোর টা দিয়ে দিতে হবে।

  4. 4

    ভালো করে নাড়তে হবে। অঁচ টা মিডিয়াম রাখতে হবে।

  5. 5

    ঢাকা দিতে হবে।

  6. 6

    ঢাকা খুলে নুন, হলুদ দিয়ে একটু নারাচারা করে,আবার ঢেকে দিতে হবে।

  7. 7

    এইভাবে কুমোর টা,সিদ্ধ হয়ে গেলে, কাঁচা লংকা, আর চিনি দিয়ে, ভালো করে মেশাতে হবে।

  8. 8

    এবার রেডি কুমরোর ছেচকী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
ÝTumpa Bose
ÝTumpa Bose @Tumpacook_25061140

Similar Recipes