ক্রিম অফ টোম্যাটো স্যুপ(Cream of tomato soup recipe in Bengali)

Sayantani Ray
Sayantani Ray @sayantani_27581

ক্রিম অফ টোম্যাটো স্যুপ(Cream of tomato soup recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা
৫ জন
  1. ৫ টা বড় লাল টমেটো
  2. ১ ইন্চি আদা গ্রেট করা
  3. ৮ -১০ কোয়া রসুন কুচি
  4. ১চা চামচ জিরে গুঁড়ো
  5. ১টেবিল চামচ বাটার / মাখন
  6. ১চা চামচ অরিগ্যানো
  7. ২ টেবিল চামচ টমেটো কেচআপ
  8. ২ টো গাজর
  9. ১/২ কাপ স্প্রাউট সেদ্ধ করা এবং সেদ্ধর জলটা
  10. স্বাদমতোনুন,চিনি
  11. ৪-৫ স্লাইস পাউরুটি
  12. ১/৪কাপ ফ্রেশ ক্রিম

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা
  1. 1

    কড়াইয়ে বাটার দিয়ে রসুন কুচি, আদা কুচি দিয়ে নেড়ে টমেটো ও গাজর কুঁচি দিয়ে নুন দিয়ে নেড়ে ঢাকা দিতে হবে।

  2. 2

    স্প্রাউটটা অল্প নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে।

  3. 3

    স্প্রাউট সেদ্ধর জলটাও স্যুপ এ মিশিয়ে দিতে হবে।

  4. 4

    এবার ঢাকা খুলে দেখতে হবে টমেটো গাজর নরম হল কিনা।এতে এখন ১চাচামচ জিরেগুড়ো দিয়ে মিক্স করতে হবে।এবার এতে স্প্রাউটসেদ্ধর জল ও এমনি জল ৫ কাপ মতো দিয়েছি।

  5. 5

    ভালো করে সেদ্ধ হলে গ্যাস অফ করে স্যুপটা ঠান্ডা করে মিক্সিতে বেটে ছেঁকে নিতে হবে।

  6. 6

    এই স্যুপ একটা প্যান এ ঢেলে এর মধ্যে টমেটো কেচআপ, নুন,চিনি স্বাদমতো ওরিগেনো সেদ্ধ করা স্প্রাউট ও ২ চা-চামচ কর্নফ্লাওয়ার গোলা দিয়ে মিক্স করে গ্যাস অফ করতে হবে। ফ্রেশক্রিম দিয়ে নামাতে হবে।

  7. 7

    ক্রুটনস হল পাউরুটি ছোট টুকরো করে ছাকা তেলে করকরে করে ভেজে করে।কিন্তু আমি এই স্যুপটাকে আরও স্বাস্থ্য কর করার জন্য পাউরুটি গুলো ছোট ছোট পিস করে মাইক্রওভেনে হাই পাওয়ার এ ১ মিনিট ৩০ সেকেন্ড করে ঘুরিয়ে নিয়েছি।একদম করকরে তেলছাড়া ক্রুটনস তৈরি হয়।

  8. 8
রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sayantani Ray
Sayantani Ray @sayantani_27581
https://youtube.com/channel/UC_bENiNoFoXXiUvfiRxDikw youtube channel -"Hata Khuntir Melbondhon "
আরও পড়ুন

Similar Recipes