চীজ-পালং যুগলবন্দী (Cheese palong Ball recipe in Bengali)

Atreyi Das
Atreyi Das @bongbahaar
Kolkata

#উইন্টারস্ন্যাক্স

স্ন্যাক্স বললেই একটু ভাজাভুজির কথাই মাথা আসে, আর শীতকাল মানেই পালং শাক। যদিও এখন পালং শাক সারাবছরই পাওয়া যায়, তাও মরশুমি সবজি সেই মরশুমে খাওয়ার মজাটাই আলাদা। তাই শীতকালীন স্ন্যাকে নিয়ে এলাম চিজের পুর ভরা পালং শাকের একটি মজাদার রেসিপি।

চীজ-পালং যুগলবন্দী (Cheese palong Ball recipe in Bengali)

#উইন্টারস্ন্যাক্স

স্ন্যাক্স বললেই একটু ভাজাভুজির কথাই মাথা আসে, আর শীতকাল মানেই পালং শাক। যদিও এখন পালং শাক সারাবছরই পাওয়া যায়, তাও মরশুমি সবজি সেই মরশুমে খাওয়ার মজাটাই আলাদা। তাই শীতকালীন স্ন্যাকে নিয়ে এলাম চিজের পুর ভরা পালং শাকের একটি মজাদার রেসিপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
  1. ১ আঁটি পালং শাক
  2. পরিমান মতোধনেপাতা
  3. ৪ টি কাঁচালঙ্কা
  4. ৪-৫ কোয়া রসুন
  5. ১/২" আদা
  6. ১টেবিল চামচ কর্নফ্লাওয়ার
  7. পরিমান মতোকর্নফ্লেক্স
  8. প্রয়োজন অনুযায়ীচীজ
  9. স্বাদমতোনুন
  10. স্বাদমতোচিলি ফ্লেক্স

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    কড়ায় পালং শাক র স্বাদমতো নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে। জল দেয়ার প্রয়োজন নেই। পালং শাকের জলেই সেদ্ধ হয়ে যাবে।

  2. 2

    সেদ্ধ হয়ে পুরো জলটা শুকিয়ে গেলে শাকটা ঠান্ডা করে নিতে হবে। গ্রাইন্ডারে সেদ্ধ করা শাক, আদা, রসুন, কাঁচালঙ্কা ও ধনেপাতা দিয়ে বেটে নিতে হবে।

  3. 3

    কর্নফ্লেক্স হাত দিয়ে চেপে চেপে গুঁড়ো করে নিতে হবে। গ্রাইন্ডারে করার দরকার নেই, তাতে বেশী মিহি হয়ে যেতে পারে।

  4. 4

    পালং শাক বাটার সাথে কর্নফ্লাওয়ার আর কর্নফ্লেক্স গুঁড়ো মিশিয়ে ডো তৈরি করে নিতে হবে। বেশী নরম মানে হলে আরও কর্নফ্লেক্স মেশাতে হবে।

  5. 5

    চিজের সাথে পেঁয়াজ কুচি, সামান্য নুন ও চিলিফ্লেক্স ভালো করে মিশিয়ে নিতে হবে।

  6. 6

    পালং শাকের ডো থেকে লেচি কেটে বাটির আকারে আনতে হবে।

  7. 7

    ওই বাটির ভেতরে চিজের পুর ভরে গোল বা ক্যাপসুল আকারের বল বানিয়ে নিতে হবে।

  8. 8

    কড়ায় তেল গরম করে তাতে বলগুলো ভেজে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Atreyi Das
Atreyi Das @bongbahaar
Kolkata

Similar Recipes