এগ ভাপা চিলি (egg bhapa chilli recipe in bengali)

Samita Sar
Samita Sar @cook_25646655

#worldeggchalenge
ডিম এমনই একটা খাবার যেটা ছোট থেকে বড় আমরা সকলেই ভালোবাসি।ডিমের এই রেসিপি একটু নতুন ও খুব টেষ্টি ,এটা রুটি, লুচি ও পরোটার সঙ্গে খুবই ভালো লাগে ।

এগ ভাপা চিলি (egg bhapa chilli recipe in bengali)

#worldeggchalenge
ডিম এমনই একটা খাবার যেটা ছোট থেকে বড় আমরা সকলেই ভালোবাসি।ডিমের এই রেসিপি একটু নতুন ও খুব টেষ্টি ,এটা রুটি, লুচি ও পরোটার সঙ্গে খুবই ভালো লাগে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জন
  1. ৪টেডিম
  2. ৪টেলঙ্কা
  3. স্বাদ অনুযায়ীনুন
  4. ১/২চা চামচগোলমরিচ গুঁড়ো
  5. ৪চা চামচ টমেটো কেচাপ
  6. ২চা চামচ চিলি সস
  7. ১চা চামচসয়াসস
  8. ১টাপেয়াঁজ
  9. ৬ টারসুন কোয়া
  10. ১/২ চা চামচআদা বাটা
  11. ১/২চা চামচলঙ্কা গুড়ো
  12. ১/২চা চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  13. ১টাক‍্যাপ্সিকাম ছোট
  14. ১/৪চা চামচচিনি
  15. ২চা চামচসরযের তেল
  16. প্রয়োজন অনুযায়ীভাজার জন্য সাদা তেল
  17. ৪চা চামচ কন ফ্লাওয়ার
  18. ১/২কাপজল
  19. ৩চা চামচময়দা

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে ৪ টে ডিম নিয়েছি।

  2. 2

    এবার একটা পাত্রে ডিম গুলো ভেঙ্গে নিয়েছি।এরমধ্যে নুন,২ টো লঙ্কা কুচি, গোলমরিচ গুড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে একটি মাইক্রোওয়েব ডিশে তেল মাখিয়ে ঢেলে দিয়েছি

  3. 3

    এবার মাইক্রোওভেনে ১০০% পাওয়ারে ৫ মিনিট বেক করে নিয়েছি।

  4. 4

    একটি পাত্রে কনফ্লাওয়ার ও ময়দা ও জল মিশিয়েব‍্যাটার গুলে,নুন ও ১/২ চামচ লঙ্কা গুড়ো মিশিয়ে পাতলা গুলে নিতে হবে।

  5. 5

    এবার কড়াইয়ে তেল গরম করে ব‍্যাটারে চুবিয়ে টুকরো গুলো ভেজে নেব।

  6. 6

    এবার পেয়াঁজ ও রসুন কুচি করে নিতে হবে।ক‍্যাপসিকাম কুচি করে নিতে হবে।

  7. 7

    এবার ননস্টিক কড়াইয়ে তেল গরম করে রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে পেয়াঁজ কুচি, ক‍্যাপসিকাম কুচি দিয়ে কম আচে মিনিট তিনেক নাড়িয়ে নুন,টমেটো কেচাপ, চিলি সস, সয়াসস,লঙ্কা কুচি,১/৪ চামচ চিনি দিয়ে নাড়িয়ে ১/২ কাপ জল দিয়ে ফুটতে দেব ।ভালো করে ফুটে উঠলে ডিম টুকরো গুলো দিয়ে আরও একটু সময় রান্না হতে দেব।

  8. 8

    এবার রান্না হয়ে গেলে নামানোর আগে কনফ্লাওয়ার গুলে দিয়ে ভালো করে নাড়িয়ে একটু শুখনো করে নামিয়ে প্লেটে ঢেলে ধনেপাতা কুচি ও লঙ্কা কুচি দিয়ে সাজিয়েপরিবেশন করবো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Samita Sar
Samita Sar @cook_25646655

Similar Recipes