মালাই পাটিসাপ্টা (malai patisapta recipe in Bengali)

Priyanka Bose
Priyanka Bose @cook_27768469

#সংক্রান্তির রেসিপি
চটপট তৈরি করা যাবে, খেতে অসাধারণ, যে খাবে শুধু তারিফ করে যাবে।

মালাই পাটিসাপ্টা (malai patisapta recipe in Bengali)

#সংক্রান্তির রেসিপি
চটপট তৈরি করা যাবে, খেতে অসাধারণ, যে খাবে শুধু তারিফ করে যাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৬জন
  1. ২০০গ্রাম ময়দা
  2. ১/২কাপচাল গুঁড়ো
  3. ৫০০গ্রামচিনি
  4. ২০০ গ্রামসন্দেশ পুরের জন্য
  5. ৫০গ্রামঘি
  6. ১চিমটি নুন
  7. ৫০গ্রামকাজু কিসমিস
  8. ১.৫লিটারদুধ

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    ময়দা, চাল গুঁড়ো এলাচ গুঁড়ো শুকনো ভালো করে মিশিয়ে নিন,

  2. 2

    মিশ্রণ টি ৫০০ গ্রাম আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে নেওয়া দুধ দিয়ে গুলে নিন।

  3. 3

    ১০০গ্রাম গুঁড়ো চিনি মিশিয়ে নিন।১০ মিনিট রাখুন

  4. 4

    একটা ফ্রাইপ্যানে ঘি ব্রাশ করে এক হাতা মিশ্রণ দিয়ে ছড়িয়ে দিন অনেকটা ধোসার মতো করে। এর মাঝে সন্দেশ এর পুর দিন লম্বা করে,ফোল্ড করুন,ঠিক যে ভাবে অমলেট ফোল্ড করি।দু দিক ভাজা হলে নামিয়ে নিন। এক্ষেত্রে গ্যাসের আঁচ কম করে রাখবেন। রেডি পাটিসাপটা।

  5. 5

    তলামোটা পাত্রে ১লিটার দুধ জ্বাল দিয়ে ঘন করুন ঠিক ততক্ষণ যতক্ষণ দুধ ২৫০ গ্রাম না হচ্ছে।

  6. 6

    চিনি দিয়ে দুধ ক্রীমি করুন

  7. 7

    কাজু কিসমিস দিন

  8. 8

    ভেজে রাখা পাটিসাপটা র উপর দুধের মিশ্রণ টা দিন।

  9. 9

    ১০ মিনিট রেখে দিন।সাজিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Priyanka Bose
Priyanka Bose @cook_27768469

মন্তব্যগুলি

Similar Recipes