রুই মাছের শাহী কোর্মা (  Rui macher shahi korma recipes in Bengমা)

Rita Talukdar Adak
Rita Talukdar Adak @ritaadak17

#nsr
#week3
পুজো মানেই ভালো ভালো খাওয়া দাওয়া। তারওপর বাড়িতে আত্মীয় স্বজন থাকেন তাই আমি পুজোর কদিন একটু ভালো ভালো রান্না করার চেষ্টা করি। তাই আজ আমি পুজোর মেনুর থেকে রুই মাছের শাহী কোরমা বেছে নিয়েছি। এই রান্নাটা খুব টেস্টি হয় খেতে, এটা পোলাও, জিরা রাইস এর সঙ্গে খেতে খুব ভালো লাগে। আপনারা একবার বানিয়ে দেখতে পারেন।

রুই মাছের শাহী কোর্মা (  Rui macher shahi korma recipes in Bengমা)

#nsr
#week3
পুজো মানেই ভালো ভালো খাওয়া দাওয়া। তারওপর বাড়িতে আত্মীয় স্বজন থাকেন তাই আমি পুজোর কদিন একটু ভালো ভালো রান্না করার চেষ্টা করি। তাই আজ আমি পুজোর মেনুর থেকে রুই মাছের শাহী কোরমা বেছে নিয়েছি। এই রান্নাটা খুব টেস্টি হয় খেতে, এটা পোলাও, জিরা রাইস এর সঙ্গে খেতে খুব ভালো লাগে। আপনারা একবার বানিয়ে দেখতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
  1. ৫ টুকরো রুই মাছ
  2. পরিমাণ মতমাছ ভাজার জন্য সাদা তেল
  3. ১ টেবিল চামচ হলুদ গুঁড়ো
  4. ১ টেবিল চামচ লাল লঙ্কা গুঁড়ো
  5. ২ টেবিল চামচ আদা রসুন বাটা
  6. ১ চা চামচ লেবুর রস
  7. ১ টা পেঁয়াজ কুচি
  8. ১ টাপেঁয়াজ স্লাইস করা
  9. ১ চা চামচ কিশমিশ বাটা
  10. ১ টেবিল চামচ কাজু বাদাম বাটা
  11. ১ টেবিল চামচ দই
  12. ৪-৫ টাকাঁচা লঙ্কা
  13. ২ টেবিল চামচ ঘি
  14. ২ টেবিল চামচ সাদা তেল
  15. ১/২ কাপ দুধ
  16. ২ টো বড় এলাচ
  17. ৪-৫ টা ছোট এলাচ
  18. ১"টুকরো দারুচিনি
  19. ১ চা চামচ চিনি
  20. ১ চা চামচ ঘি
  21. ১ চা চামচ গরম মসলা গুঁড়ো
  22. স্বাদ মতনুন

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    প্রথমে মাছের টুকরো গুলো তে নুন, লাল লঙ্কা গুরো, হলুদ গুরো, একটু আদা রসুন বাটা আর লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে ৩০ মিনিট মত রেখে দিতে হবে।

  2. 2

    এবার সব জিনিস গুলো এক জায়গাতে নিয়ে নিয়ে হবে।

  3. 3

    কড়াই তে সাদা তেল গরম করে তাতে মাছ গুলো হালকা লাল করে ভেজে তুলে রাখতে হবে তবে খুব বেশি করা করে ভাজা যাবেনা।

  4. 4

    তারপর একটা কড়াই তে তেল আর ঘী এক সঙ্গে দিয়ে গরম করে তাতে পিয়াজ স্লাইস গুলো ভালো করে লাল করে ভেজে বেরেস্তা বানিয়েনিতে হবে। তারপর ঐ কড়াইতে বড় এলাচ, ছোট এলাচ আর দারুচিনি ফোড়ন দিয়ে পিয়াজ কুচি টা দিয়ে হালকা করে ভাজতে হবে তারপর তাতে আদা রসুন বাটা টা দিয়ে ভালো করে কষাতে হবে। যাতে কাচা গন্ধটা না থাকে।

  5. 5

    ভালো করে কষানো হয় গেলে এবার লাল লঙ্কা গুরো, হলুদ গুরো, নুন দিয়ে মিশিয়ে নিতে হবে।

  6. 6

    এবার গ্যাসের ফ্লেমটা একদম কম করে নিয়ে ফেটানো দই টা দিয়ে ভালো করে মিশিয়ে, কষাতে হবে।

  7. 7

    তারপর তাতে কাজু, কিসমিস বাটা দিয়ে ভালো করে মিশিয়ে, দুধ আর কাচা লঙ্কা দিয়ে খানিকক্ষণ ফোটাতে হবে।

  8. 8

    ঝোলটা একটু ঘন হয়েগেলে এবার ভাজা মাছগুলো দিয়ে, ওপরে থেকে বেরেস্তা ছড়িয়ে একটু রান্না করতে হবে।

  9. 9

    এবার নাবাবার আগে ঘী, চিনি আর গরম মসলা গুরো দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে ৫_৬ মিনিট রান্না করতে হবে। তয়েরি হয় গেলো রুই মাছের শাহী কোরমা।

  10. 10

    এটা পুলাও বা জিরা রাইস এর সঙ্গে খেতে খুব ভাল লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rita Talukdar Adak
Rita Talukdar Adak @ritaadak17

Similar Recipes