বাঁধাকপির পাটিসাপ্টা (Bandhakopir Patisapta recipe in Bengali)

Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

#GA4#week14 এই সপ্তাহের পাজল বক্স থেকে আমি Cabbage কে বেছে নিলাম ।আমরা সাধারণত বাঁধাকপি দিয়ে অনেক রকম রান্না করে থাকি। তাই আজকে আমি একটু অন্যভাবে বাঁধাকপি রান্না করলাম। আমি করলাম বাঁধাকপির পাটিসাপটা। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে _
যারা খেয়েছে সবাই খুব প্রশংসা করেছে।

বাঁধাকপির পাটিসাপ্টা (Bandhakopir Patisapta recipe in Bengali)

#GA4#week14 এই সপ্তাহের পাজল বক্স থেকে আমি Cabbage কে বেছে নিলাম ।আমরা সাধারণত বাঁধাকপি দিয়ে অনেক রকম রান্না করে থাকি। তাই আজকে আমি একটু অন্যভাবে বাঁধাকপি রান্না করলাম। আমি করলাম বাঁধাকপির পাটিসাপটা। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে _
যারা খেয়েছে সবাই খুব প্রশংসা করেছে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা ১০ মিনিট
৪ জন
  1. ১টা মিডিয়াম সাইজের বাঁধাকপি ওপরের বড় পাতা গুলো সরিয়ে ভেতরের অংশ ঝিরিঝিরি করে কাটা
  2. ২টো জুলিয়ান করে কাটা গাজর
  3. ১০০ গ্রাম কড়াইশুঁটি
  4. ১৫০ গ্রাম চিংড়ি মাছ
  5. ১টা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি
  6. ৬টা কাঁচা লঙ্কা কুচি
  7. ১টা টমাটো জুলিয়ান করে কাটা
  8. স্বাদমতোলবণ
  9. পরিমান মত সাদা তেল
  10. ১ চা চামচ গোটা সরষে
  11. ১০টা কারি পাতা

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা ১০ মিনিট
  1. 1

    বাঁধাকপির ওপরের বড় পাতাগুলি কে ৫ মিনিট গরম জলে সামান্য লবণ ফেলে ব্লাঞ্চ করে পেছনের মোটা শিরদাঁড়ার উঁচু অংশটা চাকুর সাহায্যে কেটে নিতে হবে।

  2. 2

    ভেতরের অংশটা ঝিরিঝিরি করে কেটে সামান্য লবণ দিয়ে ৫ মিনিট ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে নিতে হবে

  3. 3

    গাজর ও কড়াইশুঁটিকে গ্রেড করে অল্প জলে ৫মিনিট ভাপিয়ে জল শুকিয়ে নিতে হবে

  4. 4

    এবার সাদা তেলে ৫ মিনিট চিংড়ি মাছ গুলি ভেজে তুলে রাখতে হবে

  5. 5

    তারপর সাদা তেলে গোটা সরষে ও কারি পাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ২ মিনিট ভেজে ভাপানো সবজিগুলো দিয়ে ১৫ মিনিট ভাজতে হবে । ভাজার সময় চিংড়ি মাছ গুলো ও স্বাদমতো লবণ দিয়ে পাটিসাপটার পুর তৈরি করতে হবে।

  6. 6

    এবার ব্লাঞ্চ করা পাতাগুলোর মধ্যে পাটিসাপটার পুর দিয়ে রোল করে রাখতে হবে

  7. 7

    তারপর সাদা তেলে গোটা সরষে দিয়ে রোল করা পাটিসাপটা গুলো লো টু মিডিয়াম আচে এপিট ওপিট করে শ্যালো ফ্রাই করে উঠিয়ে নিলেই রেডি হয়ে যাবে বাঁধাকপির পাটিসাপটা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

Similar Recipes