বাঁধাকপির পিঁয়াজী বা পাকোড়া (badhakopir pokoda recipe in Bengali)

Ratna Sarkar
Ratna Sarkar @Ratnafoodworld

#GA4
#week14
cabbage

বাঁধাকপির পিঁয়াজী বা পাকোড়া (badhakopir pokoda recipe in Bengali)

#GA4
#week14
cabbage

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
12 পিস
  1. 1 কাপ বাঁধাকপি কুচি
  2. 1 কাপ পেঁয়াজ কুচি
  3. 2 টেবিল চামচবেসন
  4. 1 টেবিল চামচকর্নফ্লাওয়ার
  5. 1টেবিল চামচচালের গুঁড়ো
  6. 2 টিকাঁচালঙ্কা কুচি
  7. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  8. 1/2 চা চামচলঙ্কার গুঁড়ো
  9. 1 চা চামচজল
  10. স্বাদ মতনুন
  11. পরিমান মত তেল

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    প্রথমে ভালো করে বাঁধাকপির পাতা ছাড়িয়ে ধুয়ে জল ঝরিয়ে কুচিয়ে নিতে হবে আর 2 টি মাঝারি মাপের পেঁয়াজ আর 2 টি কাঁচা লঙ্কা কুচিয়ে নিতে হবে।

  2. 2

    এবারে কুচানো সব কিছু একটি পাত্রে নিয়ে তাতে বেসন, কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো আর স্বাদ মত নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবারে সামান্য একটু জল দিয়ে ভালো করে একটি পেস্ট মত তৈরি করে নিতে হবে।

  3. 3

    এখন একটি কড়াইতে পরিমান মত তেল গরম করে তাতে পিঁয়াজীর মত বা পছন্দের আকারে low আঁচে সোনালী করে ভেঁজে নিতে হবে।

  4. 4

    এবারে একটি serving পাত্রে টমেটো সস বা যে কোন সস বা ডিপস দিয়ে পরিবেশন করা যাবে "বাঁধাকপির পিঁয়াজী বা পাকোড়া"।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ratna Sarkar
Ratna Sarkar @Ratnafoodworld

Similar Recipes