সুখা চিকেন (Sukha chicken recipe in Bengali)

Bindi Dey
Bindi Dey @cook_20288876

#GA4
#week15
এই সপ্তাহে র ধাঁধা র থেকে আমি চিকেন শব্দটি বেছে নিয়েছি।

সুখা চিকেন (Sukha chicken recipe in Bengali)

#GA4
#week15
এই সপ্তাহে র ধাঁধা র থেকে আমি চিকেন শব্দটি বেছে নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৫ জন
  1. ৫০০ গ্ৰামচিকেন
  2. ১ টা তেজপাতা
  3. ২ টো পেঁয়াজ কুচি
  4. ১ টা টমেটো
  5. ২ টো কাঁচা লংকা
  6. ১ টেবিল চামচ লেবুর রস
  7. ৩ টেবিল চামচ ধনেপাতা কুচি
  8. ১ চা চামচ হলুদ গুড়ো
  9. ১ চা চামচ গোটা জিরা
  10. ১ চা চামচ গোটা ধনে
  11. ৩-৪ টে শুকনো লংকা
  12. ৮-১০ টা কারিপাতা
  13. ২ টো এলাচ
  14. ১ টা দারচিনি
  15. ১ টেবিল চামচ আদা রসুন বাটা
  16. ১ চা চামচ কাশ্মীরি লংকা গুড়ো
  17. ১ টেবিল চামচ চিকেন মশালা
  18. পরিমাণ মতো সাদা তেল
  19. স্বাদ মতো নুন

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে চিকেনটা লেবুর রস,হলুদ,নুন আর ১ টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মেখে ১-২ ঘন্টা রেখে দিতে হবে। গোটা জিরা, ধনে, শুকনো লংকা, এলাচ আর দারচিনি শুকনো কড়াইতে ভেজে গুড়ো করে নিতে হবে ।

  2. 2

    তারপর কড়াইতে তেল গরম করে গোটা জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচা লংকা দিয়ে একটু লাল করে ভেজে নিতে হবে। তারপর তাতে আদা রসুন বাটা দিয়ে কিছু ক্ষণ নাড়তে হবে

  3. 3

    তাতে ১ টা টমেটো কুচি দিয়ে নরম হওয়া পর্যন্ত নাড়তে হবে। তারপর তাতে ম্যারিনেট করা চিকেন দিয়ে ভালোভাবে মিশিয়ে আচঁটা কমিয়ে ৫-৭ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে।

  4. 4

    চিকেনটা হাফ সেদ্ধ হয়ে গেলে তাতে গুড়ো করা ভাজা মশলাটা দিতে হবে। তাতে চিকেন মশলা আর কাশ্মীরি লংকা গুড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তাতে অল্প জল দিয়ে মশালাটা কষতে হবে। আচঁটা কমিয়ে ৮-১০ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। মাঝে মাঝে ঢাকা তুলে একটু নেড়ে দিতে হবে।

  5. 5

    তারপর চিকেনটা সেদ্ধ হয়ে শুকনো হয়ে গেলে তাতে ধনেপাতা কুচি ছড়িয়ে গেস বন্ধ করে ৫ মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তারপর ঢাকা তুলে গরম গরম পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Bindi Dey
Bindi Dey @cook_20288876

মন্তব্যগুলি (14)

Sonali Banerjee
Sonali Banerjee @cook_17567384
Yummy..... Apni didi amar recipe gulo o dakhete paren.... Valo lagle follow korte paren 😀

Similar Recipes