ফিশ টিক্কা(fish tikka recipe in bengali)

Ananya Roy
Ananya Roy @cook_ananyaroy
Kolkata

#CCC
ক্রিসমাসের সন্ধ্যাতে এরকম ফিশ টিক্কা পেলে পুরো জমে যাবে। এর স্বাদ অনেকটাই শাম্মী কাবাবের স্বাদকে মনে করাবে।

ফিশ টিক্কা(fish tikka recipe in bengali)

#CCC
ক্রিসমাসের সন্ধ্যাতে এরকম ফিশ টিক্কা পেলে পুরো জমে যাবে। এর স্বাদ অনেকটাই শাম্মী কাবাবের স্বাদকে মনে করাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1ঘণ্টা 10মিনিট
5 জনের জন্য
  1. 8 টি বড় টুকরোপিস কাতলা মাছ (পেটির মাছ হলে সুবিধা)
  2. 2 টিসেদ্ধ করা আলু
  3. 1 চা চামচহলুদ গুঁড়ো
  4. স্বাদ মতো নুন
  5. প্রয়োজন মতো সাদা তেল
  6. 1 মুঠোধনেপাতা কুচি
  7. 2 টিপেঁয়াজ কুচি
  8. 8 টিরসুনের কোয়া থেঁতো করা
  9. 1/2 চা চামচগ্র্রট করা আদা
  10. 1/2 চা চামচগরম মশলা গুঁড়ো
  11. 3-4টেবিল চামচ ছাতু

রান্নার নির্দেশ সমূহ

1ঘণ্টা 10মিনিট
  1. 1

    মাছে নুন হলুদ গুঁড়ো মাখিয়ে সাদা তেলে হাল্কা ভেজে তুলে রাখুন। ঠান্ডা হলে কাঁটা ছাড়িয়ে নিন।

  2. 2

    আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে গ্রেড করে/মেখে নিন। অল্প তেলে রসুন হাল্কা ভেজে নিন।

  3. 3

    এবার তেল বাদে সব উপকরণ একসঙ্গে মেখে নিতে হবে। হাতের তালুতে তেল লাগিয়ে একটু করে মিশ্রণ নিয়ে গোল করে চ্যাপ্টা আকৃতি দিন। এভাবে সব গুলো গড়ে নিন।

  4. 4

    ননস্টিক প্যানে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে 8-9 টি করে টিক্কা দিন। প্রথমে আঁচ কমিয়ে তারপর বাড়িয়ে ভাজুন। উল্টে দিয়ে 1 টেবিল চামচ তেল দিয়ে আবার ভাজুন।

  5. 5

    এভাবে সবগুলো ভেজে নিয়ে টমেটো সসের সঙ্গে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ananya Roy
Ananya Roy @cook_ananyaroy
Kolkata
I love cooking. Want to learn more cooking recipes.
আরও পড়ুন

Similar Recipes