অমৃতসারি মশালা চিকেন(Amritsari masala chicken recipe in Bengali)

Sarita Nath
Sarita Nath @sarita_s_cuisine
কলকাতা

#GA4
#Week15
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি বেছে নিচ্ছি চিকেন।

অমৃতসারি মশালা চিকেন(Amritsari masala chicken recipe in Bengali)

#GA4
#Week15
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি বেছে নিচ্ছি চিকেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
5জন
  1. ম্যারিনেটের জন্য
  2. 1 কেজি মুরগীর মাংস
  3. 1 টেবিল চামচ সাদা তেল
  4. 2 টেবিল চামচটক দই
  5. 1 চা চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  6. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  7. 1/2 চা চামচজিরে গুঁড়ো
  8. গ্ৰেভির জন্য
  9. 3 টেবড় পেঁয়াজ কুঁচি
  10. 8 কোয়ারসুন কুঁচি
  11. 1 চা চামচআদা বাটা
  12. 2 চা চামচলঙ্কা গুঁড়ো
  13. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  14. 1/2 চা চামচজিরে গুঁড়ো
  15. স্বাদ অনুযায়ীনুন
  16. 1 টাতেজপাতা
  17. প্রয়োজন মতসরষের তেল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে মাংসগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে তাতে সাদা তেল,টক দই ও ম্যারিনেটের সব মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে 3/4 ঘন্টা।

  2. 2

    এরপর কড়াইতে তেল দিয়ে গরম হলে তাতে তেজপাতা দিয়ে রসুন কুঁচি ও পেঁয়াজ কুঁচি দিয়ে পেঁয়াজের রং বাদামী হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে।

  3. 3

    পেঁয়াজ ভাজা হয়ে গেলে আদা বাটা, ম্যারিনেট করা মাংস,নুন ও বাকি সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

  4. 4

    এরপর মশলা থেকে তেল ছাড়লে সামান্য জল দিয়ে ঢাকা দিতে হবে 10 মিনিটের জন্য।10 মিনিট পর ঢাকা খুলে মাংস সিদ্ধ হয়ে গেলে আঁচ বাড়িয়ে অতিরিক্ত জল থাকলে তা শুকিয়ে গ্ৰেভি থেকে তেল ছাড়লেই তৈরী হয়ে যাবে অমৃতসারি মশলা চিকেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sarita Nath
Sarita Nath @sarita_s_cuisine
কলকাতা

Similar Recipes