ইজি চিকেন কারি (Easy Chicken curry recipe in Bengali)

Sumana Mukherjee
Sumana Mukherjee @Sumana_79
রূপনারায়ণপুর, পশ্চিম বর্ধমান

#GA4
week15

এই সপ্তাহের ধাঁধা থেকে আমি চিকেন বেছে নিয়েছি। আমি আজকে বানিয়েছি ইজি চিকেন কারী।

ইজি চিকেন কারি (Easy Chicken curry recipe in Bengali)

#GA4
week15

এই সপ্তাহের ধাঁধা থেকে আমি চিকেন বেছে নিয়েছি। আমি আজকে বানিয়েছি ইজি চিকেন কারী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

50 মিনিট
4জন
  1. 1 কিলোচিকেন
  2. 3 টেআলু
  3. 4 টেবড়ো পেঁয়াজ (3 টে কুচানো)
  4. 7-8 কোয়ারসুন
  5. 2 ইঞ্চিআদা
  6. 7-8 টাকাঁচালঙ্কা
  7. 5টেবিল চামচ টকদই
  8. 1 ইঞ্চিদারচিনি (থেতো করা)
  9. 4 টেছোট এলাচ (থেতো করা)
  10. 1 চা চামচহলুদ গুরো
  11. 1 চা চামচকাশ্মীরি লঙ্কা গুরো
  12. 1 চা চামচগরম মশলা গুরো
  13. স্বাদ মতোনুন ও চিনি
  14. পরিমাণ মতো সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

50 মিনিট
  1. 1

    চিকেন ভালো করে ধুয়ে নুন, হলুদ, টকদই ও পেঁয়াজ কুচি দিয়ে মেখে রাখতে হবে। 1 টা পেঁয়াজ, আদা,রসুন ও কাঁচালঙ্কা একসাথে পেস্ট করে রাখতে হবে। আলু খোসা ছাড়িয়ে ধুয়ে মাঝখান দিয়ে হাফ করে কেটে নুন ও হলুদ মাখিয়ে ভেজে রাখতে হবে।

  2. 2

    কড়াইতে তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মেখে রাখা চিকেন দিয়ে হাই ফ্লেমে 8-10 মিনিট নাড়াচাড়া করে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে 5 মিনিটের জন্য।

  3. 3

    5মিনিট পর ঢাকা সরিয়ে ভেজে রাখা আলু ও কাশ্মীরি লঙ্কা গুরো দিয়ে ভালো করে নেড়ে আবার ঢাকা দিয়ে রাখতে হবে 5 মিনিটের জন্য। এইভাবে 3-4 বার 5 মিনিট পর পর ঢাকা সরিয়ে নেড়েচেড়ে রান্না করতে হবে। এই সময় চিকেন থেকে যে জল বেড় হবে তাতেই চিকেন ও আলু সেদ্ধ হয়ে যাবে।

  4. 4

    চিকেন সেদ্ধ হয়ে গেলে প্রয়োজন মতো গরম জল ও স্বাদ মতো নুন দিয়ে নেড়ে আঁচ বাড়িয়ে ফুটতে দিতে হবে। ভালো করে ফুটে উঠলে গ্যাস বন্ধ করে ওপরে গরম মশলা গুরো ছড়িয়ে ঢাকা দিয়ে রাখতে হবে আরও 5 মিনিট।

  5. 5

    গরম ভাতের সাথে গরম গরম চিকেন কারী আর স্যালাড খাওয়াটা কিন্তু দারুণ হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sumana Mukherjee
Sumana Mukherjee @Sumana_79
রূপনারায়ণপুর, পশ্চিম বর্ধমান
খুব সাধারণ এক গৃহবধূ ও একজন মা।
আরও পড়ুন

মন্তব্যগুলি (18)

Similar Recipes