লাউ ঘন্ট (Lau ghonto recipe in bengali)

Suparna Sarkar
Suparna Sarkar @suparnacookpad

#homechef.friends
#gharoarecipe
প্রত‍্যেক দিন আমরা যে সব ঘরোয়া রান্না করে থাকি, সেগুলো অতি সাধারণ হলেও স্বাদে এবং গুণগত মানে সেরা।

লাউ ঘন্ট (Lau ghonto recipe in bengali)

#homechef.friends
#gharoarecipe
প্রত‍্যেক দিন আমরা যে সব ঘরোয়া রান্না করে থাকি, সেগুলো অতি সাধারণ হলেও স্বাদে এবং গুণগত মানে সেরা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৬ জনের জন্য
  1. ১টি বড়লাউ
  2. ২চা চামচআদা বাটা
  3. ৩চা চামচধনেপাতা কুচি
  4. ১/২চা চামচ জিরে
  5. ২টিকাঁচা লঙ্কা
  6. ১টিতেজপাতা
  7. ২চা চামচ জিরে গুঁড়ো
  8. স্বাদ মতনুন
  9. ১/২কাপদুধ
  10. ২টেবিল চামচময়দা
  11. ১চা চামচ চিনি
  12. ৫ টেবিল চামচ তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    প্রথম লাউ ছোট করে কেটে নিলাম। কড়াই এ তেল দিলাম। জিরে, কাঁচা লঙ্কা, তেজপাতা দিলাম গরম তেলে। তার পর লাউ এর টুকরো দিয়ে আদা বাটা, নুন, জিরেগুড়ো দিলাম এবং ঢেকে দিলাম। পাঁচ মিনিট পর ঢাকা খুলে সবটা মিশিয়ে দিলাম।

  2. 2

    আবার ঢাকা দিয়ে মিনিট কুড়ি কম আঁচে রেখে মাঝে মাঝেই ঢাকা খুলে নেড়ে দিতে হবে। এভাবে লাউ সিদ্ধ হয়ে গেলে, গ‍্যাস বাড়িয়ে ক্রমাগত নেড়ে তরকারি‌র জল শুকিয়ে নিলাম। তার পর দুধ ও ময়দার মিশ্রণ ঢেলে দিলাম, ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। চিনি দিলাম। সমস্তটা মিশিয়ে নিলাম।

  3. 3

    বেশ মাখা মাখা হয়ে গেলে গ‍্যাস অফ্ করে দিলাম। নির্দিষ্ট পাত্রে ঢেলে রাখলাম। পরিবেশনের সময় ধনেপাতা ও কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে দিলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Suparna Sarkar
Suparna Sarkar @suparnacookpad

Similar Recipes