লাউ ঘন্ট(lau ghonto recipe in bengali)

Antora Gupta
Antora Gupta @happy_1980

#GA4
#week21
এ সপ্তাহে র ধাঁধা থেকে আমি লাউ বেছে নিয়ে নিরামিষ দিনে খাওয়ার মতো এই লাউয়ের ঘন্ট রাঁধলাম।

লাউ ঘন্ট(lau ghonto recipe in bengali)

#GA4
#week21
এ সপ্তাহে র ধাঁধা থেকে আমি লাউ বেছে নিয়ে নিরামিষ দিনে খাওয়ার মতো এই লাউয়ের ঘন্ট রাঁধলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15 মিনিট
2 সারভিংস
  1. 1/2লাউ টুকরো করে কাটা
  2. 2 চা চামচআদা বাটা
  3. 2 চা চামচজিরে গুঁড়ো
  4. 2 চা চামচহলুদ গুঁড়ো
  5. 2 চা চামচধনেগুঁড়ো
  6. 2 চা চামচলঙ্কা গুঁড়ো
  7. 1/2টমেটো কুচি
  8. 1 চা চামচআস্ত জিরে
  9. স্বাদ মতোনুন, চিনি
  10. 5/6 টাবড়ি
  11. 4 চা চামচসরষে র তেল
  12. 3 চা চামচঘি
  13. 1 চা চামচগরম মশলা গুঁড়ো
  14. এক মুঠোমটর শুঁটি
  15. 1 বাটিদুধ
  16. 1চিমটে হিং

রান্নার নির্দেশ সমূহ

15 মিনিট
  1. 1

    প্রথমে লাউ ধুয়ে টুকরো কেটে নিলাম

  2. 2

    কড়াতে তেল গরম করে বড়ি ভেজে তুলে নিলাম

  3. 3

    এবার ওই তেলে ই জিরে ও হিং ফোরোন দিয়ে নেড়ে চেড়ে নিয়ে জিরে, ধনে, লঙ্কা, হলুদ গুঁড়ো নুন, চিনি দিয়ে সামান্য জলে গুলে নিয়ে তেলে দিয়ে মশলা কষে কেটে রাখা লাউয়ের টুকরো গুলো টমেটো কুচি ও মটরশুঁটি গুলো দিয়ে নেড়ে চেড়ে চাপা দিয়ে গ্যাস কমিয়ে রেখে দিলাম

  4. 4

    মিনিট দশেক পর ঢাকা খুলে লাউ সেদ্ধ হয়ে এলে দুধ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম

  5. 5

    এরপর ভেজে রাখা বড়ি গুলো মিশিয়ে নিয়ে ঘি ও গরম মশলা গুঁড়ো ছড়িয়ে মিশিয়ে নিলেই তৈরি লাউ ঘন্ট।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Antora Gupta
Antora Gupta @happy_1980

Similar Recipes