গুড়ের রসগোল্লার রসমালাই (gurer rasogillar rosomalai recipe in Bengali)

Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

#GA4
#week15
আমি এই ধাঁধা থেকে Jaggery বা গুড় নিয়েছি | শীতের নলেন গুড় আমাদের সবারই প্রিয় ৷আমি এখানে দুধ থেকে ছানা বানিয়ে তারপর গুড় চিনি ,মালাই , কাজু কিসমিস, এলাচ দিয়ে রসমালাই বানিয়েছি | খেতে বেশ সুস্বাদু হয়েছে |

গুড়ের রসগোল্লার রসমালাই (gurer rasogillar rosomalai recipe in Bengali)

#GA4
#week15
আমি এই ধাঁধা থেকে Jaggery বা গুড় নিয়েছি | শীতের নলেন গুড় আমাদের সবারই প্রিয় ৷আমি এখানে দুধ থেকে ছানা বানিয়ে তারপর গুড় চিনি ,মালাই , কাজু কিসমিস, এলাচ দিয়ে রসমালাই বানিয়েছি | খেতে বেশ সুস্বাদু হয়েছে |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৪ জন
  1. ৭৫০গ্রাম দুধ
  2. ৩ চা চামচ ভিনিগার
  3. ১ কাপ +১/৪ কাপ নলেন গুড়
  4. ২টি এলাচ
  5. ১ চা চামচ চিনি
  6. ৬ কাপজল
  7. ১ চা চামচ সূজি
  8. ১/২ চা চামচ ঘি
  9. ১/২ কাপ মালাই
  10. ২টি আলমন্ড
  11. ৪টি কিসমিস
  12. ২টি কাজু

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    প্রথমে.দুধ ফুটিয়ে ৩ চা ভিনিগার ও ৩ চা চামচ জল মিশিয়ে একটু করে মিশিয়ে ছানা বানাতে হবে | ছানা ঠাণ্ডা জলে ধুয়ে মসলিন কাপড়ে ঝুলিয়ে রেখে ৩০ মিনিট রেখে ভালোমত মেখে,১ চা. চিনি ২ চা গুড়াদুধ ও ১/২ চামচ ঘি দিয়ে মাখা ১ চা সূজি মিশিয়ে মসৃণ করে মেখে নিতে হবে |

  2. 2

    এবার মাখাটা থেকে ছোট ছোট ৮-৯ টা বল বানিয়েরাখতে হবে |

  3. 3

    এবার একটি পাত্রে ৬কাপজল ও ১ কাপ গুড়, এলাচ দিয়ে ফুল তে দিতে হবে ৷ছানার বল তাতে দিয়ে উচ্চ তাপে ৩০-৪০ মিনিট ফুটিয়ে নিতে হবে | রসগোল্লা হয়েছে কিনা একটা গ্লাসে জল দিয়ে ডুবে গেলে হয়ে গেছে বুঝতে হবে | এবার মালাই এ নলেন গুড় ৪ চা মিশিয়ে মাটির কাপে ২-৩টা করে রসগোল্লা দিয়ে ১ চা করে উপর দিয়েগুড়, আর কিসমিস, কাজু আমন্ড কুচি দিয়েসাজিয়ে ফ্রিজে সামান্য ঠাণ্ডা করে পরিবেশন করতে হবে ৷

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

Similar Recipes