ভেজ শাহী পনির (veg sahi paneer recipe in Bengali)

Shuvra Mazumder
Shuvra Mazumder @cook_27116045

ভেজ শাহী পনির (veg sahi paneer recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
  1. ২০০ গ্রাম পনির
  2. প্রয়োজন অনুযায়ীগোটা গরম মশলা
  3. ১ চা চামচ আদা বাটা
  4. ১ চা চামচ জিরে গুঁড়ো
  5. ১ চা চামচ ধনে গুঁড়ো
  6. ১ চা চামচ কাশ্মিরী লাল লঙ্কা গুঁড়ো
  7. স্বাদ মতো লবণ ও চিনি
  8. পরিমান মতো সাদা তেল
  9. ১০০ গ্রাম টক দই
  10. ১ টা টম্যাটো
  11. ২ টো কাঁচা লঙ্কা
  12. ১ টি তেজপাতা
  13. ৭ টা কাজু
  14. ১ চা চামচ শাহী পনির মশলা

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    প্রথমে গ্যাস জ্বালিয়ে তেল গরম হলে গোটা গরম মসলা আর তেজপাতা নিয়ে একটু নাড়িয়ে, কাজু, টম্যাটো, আদা বাটা ও কাঁচা লঙ্কার পেস্ট টা দিয়ে ভালো করে মশলা কষাতে হবে।

  2. 2

    তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো,লবণ, চিনি মিশিয়ে ভালো করে মশলা কষাতে হবে।

  3. 3

    মশলা ভালো করে কষিয়ে টক দই দিয়ে দিতে হবে। তারপর পনির দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ৫ মিনিট রান্না করতে হবে।

  4. 4

    এরপর ঢাকনা সরিয়ে শাহী পনির মশলা ওপর থেকে ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন ভেজে শাহী পনির।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shuvra Mazumder
Shuvra Mazumder @cook_27116045

মন্তব্যগুলি

Similar Recipes