রসালো গোলাপ পিঠে (golap pithe recipe in Bengali)

Tutul Sar
Tutul Sar @cook_27647130

#সংক্রান্তির রেসিপি

রসালো গোলাপ পিঠে (golap pithe recipe in Bengali)

#সংক্রান্তির রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30মিনিট
  1. 2 কাপচালের গুঁড়ো
  2. 1/2 কাপময়দা
  3. পরিমাণ মতোগরম জল
  4. 250 গ্রামখেঁজুর গুড়
  5. পরিমাণ মতোসাদা তেল ভাজার জন্য
  6. প্রয়োজন অনুযায়ী নারকেল কোরা ও খোয়া ক্ষীর
  7. 1 চিমটিনুন
  8. 1/2 চা চামচএলাচ গুঁড়ো
  9. পরিমান মতো কাজু কিসমিস

রান্নার নির্দেশ সমূহ

30মিনিট
  1. 1

    চালের গুড়ো আর ময়দা অল্প নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গরম জল দিয়ে মেখে ডো বানিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ।

  2. 2

    এরপর বড় করে লেচি কেটে রুটির মতো বেলে একটা গ্লাসে মুখ দিয়ে গোল গোল করে কেটে নিতে হবে।

  3. 3

    এখন ওপর ওপর 3টি ছোট লেচি রেখে মাঝখানে আঙুলের সাহায্যে টিপে তার মধ্যে বাদ দেওয়া অংশ গোল করে রেখে ছুরির সাহায্যে 3টি ভাগে কেটে জুড়ে দিতে হবে

  4. 4

    ফুল তৈরি হলে তেল গরম করে ভেজে তুলে নিয়ে খেঁজুর গুড় পাতলা করে ফুটিয়ে নিয়ে ফুল গুলো দিয়ে ওপর থেকে নারকেল কোরা ও খোয়া ক্ষীর,কাজু কিসমিস এলাচ গুড়ো দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে।

  5. 5

    এরপর ইচ্ছে মতো সাজিয়ে পরিবেশন করুন রসালো গোলাপ পিঠে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tutul Sar
Tutul Sar @cook_27647130

মন্তব্যগুলি

Similar Recipes