টক-ঝাল-মিষ্টি ভাপা পিঠে (tok jhaal mishti bhapa pithe recipe in Bengali)

Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

#সংক্রান্তির রেসিপি
আমরা সাধারণত ভাপা পিঠে গুড় দিয়ে করে থাকি। আমি এবারে একটু অন্যভাবে করার চেষ্টা করলাম।ধনেপাতা, পুদিনাপাতা ,কাঁচালঙ্কা ,তেঁতুলের চাটনি দিয়ে টক-ঝাল-মিষ্টি ভাপা পিঠা বানালাম। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে।

টক-ঝাল-মিষ্টি ভাপা পিঠে (tok jhaal mishti bhapa pithe recipe in Bengali)

#সংক্রান্তির রেসিপি
আমরা সাধারণত ভাপা পিঠে গুড় দিয়ে করে থাকি। আমি এবারে একটু অন্যভাবে করার চেষ্টা করলাম।ধনেপাতা, পুদিনাপাতা ,কাঁচালঙ্কা ,তেঁতুলের চাটনি দিয়ে টক-ঝাল-মিষ্টি ভাপা পিঠা বানালাম। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০-৩৫ মিনিট
২জন
  1. ২০০ গ্রাম সেদ্ধ চাল
  2. ১০০ গ্রাম আতপ চাল
  3. পরিমাণ মত ধনেপাতা
  4. পরিমাণ মতো পুদিনা পাতা
  5. ৫-৬ টা কাঁচা লঙ্কা
  6. ৮ চা চামচ তেঁতুলের চাটনি
  7. স্বাদমতোলবণ

রান্নার নির্দেশ সমূহ

৩০-৩৫ মিনিট
  1. 1

    ২ রকমের চাল ৫-৬ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে

  2. 2

    তারপরে ভাল করে জল ঝরিয়ে গুঁড়ো করতে হবে। গুলো যেন খুব মিহি না হয়।

  3. 3

    এবার গুঁড়ো টা ভালো করে চেলে নিতে হবে

  4. 4

    ধনেপাতা,পুদিনাপাতা, কাঁচা লঙ্কা,লবণ আর ২ চামচ তেঁতুলের চাটনি দিয়ে ভালো করে পেস্ট করতে হবে

  5. 5

    এরপর চালের গুঁড়োর সাথে এগুলো মাখিয়ে ১০-১৫ মিনিট রেখে দিতে হবে

  6. 6

    এরপর আবার ভালো করে চেলে নিতে হবে

  7. 7

    পেসার কুকারে অর্ধেকটা জল দিয়ে ঢাকনা আটকে দিয়ে ওপর থেকে সিটি টা খুলে নিয়ে একটা ফানেল বসিয়ে দিতে হবে

  8. 8

    এবার একটা ছোট বাটিতে অল্প চালের গুঁড়ো নিয়ে তার উপরে এক চামচ তেঁতুলের চাটনি দিতে হবে। তার উপরে আবার চালের গুঁড়ো দিয়ে হালকা হাতে চেপে একটা ভেজা কাপড় জড়িয়ে দিতে হবে।এবার ফানেলের ওপরে বাটিটা উপুর করে টোকা মেরে উঠিয়ে নিয়ে ভালো করে কাপড় টা জড়িয়ে দিয়ে ওপরে একটা বাটি চাপা দিতে হবে।

  9. 9

    ৫-৬ মিনিট হাই ফ্লেমে রাখার পর কাপড় সমেত পিঠে বার করে নিতে হবে।

  10. 10

    প্রত্যেকবার কাপড়টা দিয়ে একই পদ্ধতিতে ভাপা পিঠে বানিয়ে নিতে হবে

  11. 11

    তারপর ধনেপাতার ও পুদিনা চাটনি ও তেঁতুলের চাটনি দিয়ে পরিবেশন করতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

মন্তব্যগুলি

Similar Recipes