মুখশলা পিঠে(mukhshala pithe recipe in Bengali)

নবনীতা
নবনীতা @Nabanita
কলকাতা
রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা
৩জন
  1. ৩ ছোট কাপ চালের গুঁড়ো
  2. ১/২ কাপ নারকোল কোরা
  3. ২০০ গ্রাম খেঁজুর পাটালি গুড়
  4. ৫০০ গ্রাম খেঁজুরের ঝোলা গুড়
  5. ১ চিমটি নুন
  6. ৪ টে এলাচ গুঁড়ো
  7. ৪ চা চামচ ঘি
  8. ৮ চা চামচ সাদা তেল
  9. ১২ টা পেস্তাবাদাম
  10. ৬ টা চেরি ফল

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা
  1. 1

    প্রথমে নারকেল কোড়া ও পাটালি গুড় দিয়ে ও এলাচ গুঁড়ো দিয়ে নারকেলের ছই তৈরী করতে হবে। এরপর কড়াই গরম করে মিডিয়াম ফ্লেমে চালের গুঁড়ো নাড়াচাড়া করতে হবে ২ মিনিট। তারপর চালের গুঁড়ো আলাদা করে রেখে দিতে হবে।

  2. 2

    এরপর ৩ ছোট কাপ জল কড়াইতে ফুটিয়ে তাতে খেঁজুরের পাটালি দিয়ে ২ মিনিট ফুটিয়ে নিয়ে, এবার চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ডো তৈরী করতে হবে।

  3. 3

    এরপর ডো ঠান্ডা হলে সেটা থেকে লেচি কেটে হাতের তালু দিয়ে গোল করে তারপর চ্যাপ্টা করে তাতে নারকেলের ছই ভরে পিঠে পুলির আকারে গড়ে নিতে হবে।

  4. 4

    এরপর কড়াইতে তেল ও ঘি গরম করে মিডিয়াম ফ্লেমে পিঠে গুলো ভেজে নিতে হবে। এরপর খেঁজুরের ঝোলা গুড়ে ডুবিয়ে দিতে হবে।

  5. 5

    এরপর ওপরে পেস্তাবাদাম ও চেরি ফল কুচি ছড়িয়ে পরিবেশন করতে হবে "মুখশলা পিঠে"। এই পিঠে বাংলাদেশের টাঙ্গাইল প্রসিদ্ধ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
নবনীতা
কলকাতা
হোম মেকার
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes