রেশমি টিক্কা মোমো উইদাউট মাইক্রোওভেন (Reshmi tikka momo without microoven recipe in Bengali)

Atreyi Das
Atreyi Das @bongbahaar
Kolkata

#streetology
স্ট্রিট ফুডের মধ্যে অন্যতম হল মোমো আর কাবাব। আর এই দুটো পছন্দ করেন না এমন মানুষ ও খুব কম ই আছে। যদিও একটার উৎস তিব্বত আর একটা মুঘল খাবার তাও এখন সমস্ত ভারত ব্যাপী সহজলভ্য এই দুটি। এই দুটি খাবারের ফিউশন হিসাবে আমি আজ এনেছি রেশমি টিক্কা মোমো।

রেশমি টিক্কা মোমো উইদাউট মাইক্রোওভেন (Reshmi tikka momo without microoven recipe in Bengali)

#streetology
স্ট্রিট ফুডের মধ্যে অন্যতম হল মোমো আর কাবাব। আর এই দুটো পছন্দ করেন না এমন মানুষ ও খুব কম ই আছে। যদিও একটার উৎস তিব্বত আর একটা মুঘল খাবার তাও এখন সমস্ত ভারত ব্যাপী সহজলভ্য এই দুটি। এই দুটি খাবারের ফিউশন হিসাবে আমি আজ এনেছি রেশমি টিক্কা মোমো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২ ঘণ্টা
২ সারভিংস
  1. মোমোর পুর
  2. ২০০গ্রামচিকেন কিমা
  3. ১টাপেঁয়াজ কুচি
  4. ১ চা চামচরসুন বাটা
  5. ৪টেমাশরুম
  6. ১/২কাপস্যুইট কর্ন
  7. পরিমাণ মতসোয়া সস
  8. স্বাদ মতো নুন
  9. টিক্কা
  10. ১কাপজল ঝরানো টকদই
  11. ২ টেবিল চামচ ফ্রেশ ক্রিম
  12. ১ টেবিল চামচভেজ মেয়োনিজ
  13. প্রয়োজন মতধনেপাতা কুচি
  14. পরিমাণ মতপুদিনা পাতা কুচি
  15. স্বাদ মতকাঁচালঙ্কা কুচি
  16. ২ চা চামচ লেবুর রস
  17. স্বাদ মত নুন
  18. মোমো
  19. ৩কাপময়দা
  20. স্বাদ মতনুন
  21. প্রয়োজন অনুযায়ীসাদা তেল ভাজার জন্য
  22. প্রয়োজন অনুযায়ীমাখন টিক্কা বারস্টিং এর জন্য

রান্নার নির্দেশ সমূহ

২ ঘণ্টা
  1. 1

    মোমোর পুরের সব উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে।

  2. 2

    ময়দায় নুন মিশিয়ে ডো বানিয়ে লেচি কেটে নিতে হবে।

  3. 3

    ওই লেচি থেকে বড় রুটির আকারে বলে নিয়ে তার থেকে ১টা ছোট বাটি দিয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে।

  4. 4

    ওই ছোট wrap এর মধ্যে মোমোর পুর ভরে মুড়ে নিতে হবে।

  5. 5

    মোমো গুলো ছাঁকা তেলে ভেজে নিয়ে তেল পুরোপুরি শুকিয়ে নিতে হবে।

  6. 6

    টিক্কার সব মসলা একসাথে মিশিয়ে নিতে হবে। মাথায় রাখতে হবে মোমোর wrap আর পুর দুটোতেই নুন দেয়া আছে। তাই নুন টা বুঝে দেবেন।

  7. 7

    এবার এই মিশ্রণটিতে ভেজে তেল ঝরিয়ে রাখা মোমো গুলো দিয়ে ভালো করে মোমোতে মাখিয়ে নিতে হবে।

  8. 8

    একটা ননস্টিক তাওয়াতে সাদা তেল ব্রাশ করে মোমো গুলো সব দিক থেকে ভালো করে সেঁকে নিতে হবে

  9. 9

    মাখন গলিয়ে সেঁকে নেয়া মোমোর গায়ে ব্রাশ করে নিতে হবে

  10. 10

    একটা বার্বিকিউ জালের ওপর (না থাকলে রুটির জাল দিয়েও হবে) মোমো গুলো রেখে গ্যাসের আগুনে হালকা পুড়িয়ে নিতে হবে।

  11. 11

    পোড়া রং ধরে গেলে নামিয়ে নিতে হবে।

  12. 12

    সেচওয়ান চাটনি ও ধনেপাতা-পুদিনার চাটনির সাথে গরম গরম পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Atreyi Das
Atreyi Das @bongbahaar
Kolkata

Similar Recipes