ফুলকপি আলু দিয়ে পোনা মাছের ঝোল (phulkopi alu diye pona macher jhol recipe in Bengali)

Sunanda Das
Sunanda Das @cook_sunanda7

#GA4
#week18
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি মাছ শব্দটি বেছে নিয়ে আজকে আরো একটি মাছের রেসিপি বানালাম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে ।

ফুলকপি আলু দিয়ে পোনা মাছের ঝোল (phulkopi alu diye pona macher jhol recipe in Bengali)

#GA4
#week18
এই সপ্তাহের ধাঁধা থেকে আমি মাছ শব্দটি বেছে নিয়ে আজকে আরো একটি মাছের রেসিপি বানালাম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
2 জন
  1. 4 টুকরোপোনা মাছ
  2. 1 টামিডিয়াম সাইজের ফুলকপি
  3. 2 টোমিডিয়াম সাইজের আলু
  4. 2 ছোটসাইজের পেঁয়াজের কুচি
  5. 2টেবিল চামচ আদা রসুন বাটা
  6. 1 টামিডিয়াম সাইজের টমেটোর কুচি
  7. 4 টাকাঁচা লঙ্কার কুচি
  8. 1টেবিল চামচ জিরে গুঁড়ো
  9. 1টেবিল চামচ ধনে গুঁড়ো
  10. 1 চা চামচকাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো
  11. 1 চা চামচসব্জি মশলা
  12. 1 চা চামচগরম মশলার গুঁড়ো
  13. স্বাদ মতোনুন
  14. প্রয়োজন মতোসরষের তেল
  15. প্রয়োজন মতোজল
  16. 1 চা চামচহলুদ

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে মাছ ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে তারপর কড়াইয়ে তেল গরম হলে মাছ গুলি ভেজে নিতে হবে ।

  2. 2

    এবার ফুলকপি আলু এইভাবে কেটে নুন আর হলুদ দিয়ে ভেজে নিতে হবে ।

  3. 3

    এরপর আরো একটু তেল দিতে হবে তেল গরম হলে পেঁয়াজ কুচি দিতে হবে তারপর পেঁয়াজ লাল হলে আদা রসুন বাটা আর বাকি সব গুঁড়ো মশলা টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে নাড়তে হবে ।

  4. 4

    এবার ভাজা ফুলকপি আলু দিয়ে কষতে হবে তারপর জল দিয়ে ঢাকা দিতে হবে সিদ্ধ হয়ে গেলে মাছ গুলি দিয়ে ফুটতে দিতে হবে হয়ে গেলে নামিয়ে নিতে হবে ।

  5. 5

    এবার গরম গরম পরিবেশন করুন ফুলকপি আলু দিয়ে পোনা মাছের ঝোল ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sunanda Das
Sunanda Das @cook_sunanda7
রান্না করতে আমি ভালোবাসি রান্না করে সবাইকে খাওয়াতে আমার ভালো লাগে রান্না আমাকে খুশি দেয় আর রান্নার প্রতি ভালোবাসা সব আমার মেয়ের জন্য ও নানারকমের খাবার খেতে ভালো বাসে তাই ওর জন্য নানান খাবার বানাতে বানাতে রান্নার প্রতি আগ্রহ টা যেন আর দ্বিগুন বেড়ে গেছে 💕💖😊
আরও পড়ুন

Similar Recipes