মটর আলুর পকোড়া(Motor Alur Pokora recipe in Bengali)

RAKHI BISWAS
RAKHI BISWAS @ponka

শীতকালের সন্ধ্যায় চার সঙ্গে টা হিসাবে একদম জমে যাবে গরম গরম মটর আলুর পকরা.

মটর আলুর পকোড়া(Motor Alur Pokora recipe in Bengali)

শীতকালের সন্ধ্যায় চার সঙ্গে টা হিসাবে একদম জমে যাবে গরম গরম মটর আলুর পকরা.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1/2 কাপমটরশুঁটির
  2. 1 টিছোট মিডিয়াম সাইজের আলু
  3. 1/2 ইঞ্চিআদা
  4. 4কোয়া রসুন
  5. 1 টিবড় সাইজের পেঁয়াজ স্লাইস করা
  6. 3টেবিল চামচ ধনেপাতা কুচি
  7. 3 টিকাঁচা লঙ্কা
  8. 1/4 চা চামচশুকনো লঙ্কা গুঁড়ো
  9. 1/2 চা চামচআমচুর পাউডার
  10. 1/2 চা চামচচাট মসলা
  11. 1/2 চা চামচ হলুদ গুঁড়ো
  12. স্বাদমতোলবণ
  13. 1/2 চা চামচগোটা জিরে
  14. 1/4 চা চামচভাজা ধনে জিরা গুঁড়ো
  15. 1.5টেবিল চামচ বেসন
  16. 1.5টেবিল চামচ ময়দা
  17. পরিমান মতভাজার জন্য তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    মটরশুটি, আদা,কাঁচা লঙ্কা, রসুন একসাথে মিশিয়ে পেস্ট করতে হবে. মিহি পেস্ট করা যাবে না. দানা থাকতে হবে. পেঁয়াজ স্লাইস করে কাটতে হবে. আলু গ্রেটার দিয়ে লম্বা করে গ্রেট করে নিতে হবে.

  2. 2

    আলু হাত দিয়ে চেপে চেপে জল বের করে রাখতে হবে. এবার আলুর মধ্যে, পেঁয়াজ ধনেপাতা মিশিয়ে নিতে হবে. এবার এর মধ্যে কড়াইশুঁটি পেস্ট দিতে হবে. সমস্ত মসলা দিয়ে দিতে হবে.10 মিনিট এই ভাবে রাখতে হবে.

  3. 3

    10 মিনিট পর এর মধ্যে ময়দা আর ব্যাসন দিতে হবে. জল দেওয়া যাবেনা. এইভাবে আরও 5 মিনিট রেখে দিতে হবে. কড়াই বসিয়ে তেল গরম করতে হবে. তেল গরম হলে ছোট ছোট করে পকোড়ার আকারে তেলে ছেড়ে দিতে হবে. মিডিয়াম থেকে লো আচে পকোড়া গুলো উল্টেপাল্টে লাল লাল করে ভেজে তুলে দিতে হবে.

  4. 4

    এবার গরম গরম এই পকোড়া মুড়ি বা যেকোনো সসের সাথে পরিবেশন করতে হবে. * কড়াইশুঁটি আর আলুর পরিমাণের উপর বেসন আর ময়দার নির্ভর করবে. পরিমাণ বেশি হলে ময়দা আর ব্যাসনের পরিমাণ বাড়াতে হবে. আর কম হলে পরিমাণ কমাতে হবে.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
RAKHI BISWAS

Similar Recipes