চিংড়ির দো পেয়াঁজা(Chingrir do peyaja recipe in bengali)

Moumita Kundu
Moumita Kundu @moumita_13

#প্রণ
চিংড়ি মাছ দিয়ে অনেক রান্নাই করে থাকি। আজ সেই মাছ দিয়ে দো পেয়াজা করেছি।

চিংড়ির দো পেয়াঁজা(Chingrir do peyaja recipe in bengali)

#প্রণ
চিংড়ি মাছ দিয়ে অনেক রান্নাই করে থাকি। আজ সেই মাছ দিয়ে দো পেয়াজা করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৪ জন
  1. ৪ টে বড়ো মাপের চিংড়ি ধুয়ে নুন মাখিয়ে রেখেছি।
  2. ১ টা মাঝারি সাইজের পেয়াজ বেটে নিয়েছি।
  3. ১ টা ছোট সাইজের পেয়াজ বড়ো করে টুকরো করে নিয়েছি।
  4. ১/২ চা চামচ আদা - রসুন বাটা
  5. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  6. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  7. ১/৪ চা চামচ জিরে গুঁড়ো
  8. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  9. ১ টা ছোট টমেটো বাটা
  10. ২ টো কাঁচা লঙ্কা
  11. স্বাদ মতনুন
  12. স্বাদ মতচিনি
  13. ২ টেবিল চামচ সরষের তেল

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে গ্যাসে একটা কড়া বসিয়ে তাতে তেল দিয়ে মাছ গুলো হাল্কা করে ভেজে নিয়েছি।

  2. 2

    এবার ওই তেলের মধ্যে টুকরো করে কেটে রাখা পিয়াজ গুলো ভেজে তুলে নিয়েছি।

  3. 3

    এবার ওই তেলের মধ্যে পিয়াজ বাটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর তার মধ্যে আদা - রসুন বাটা দিয়ে ভালো করে কষে নিয়েছি।

  4. 4

    এবার তাতে একে একে সব মশলা দিয়ে ভালো করে কষে নিয়েছি।

  5. 5

    এবার মাছ গুলো দিয়ে একটু নাড়া চাড়া করে নিয়ে তাতে অল্প জল দিয়েছি এবং একটু ফুটতে দিয়েছি।

  6. 6

    সব শেষে গরম মশলা আর ওই ভেজে রাখা পিয়াজ গুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Moumita Kundu
Moumita Kundu @moumita_13

মন্তব্যগুলি (13)

Similar Recipes