চিংড়ির দো পেঁয়াজা (chingrir do peyanja recipe in Bengali)

Sampa Bardhan Ray
Sampa Bardhan Ray @sampa_bardhan_ray

#প্রণ

চিংড়ির দো পেঁয়াজা (chingrir do peyanja recipe in Bengali)

#প্রণ

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
  1. ৫০০গ্রাম চিংড়ি মাছ
  2. ৬-৭টা কাঁচালঙ্কা
  3. ৪টি কুচানো পেয়াঁজ
  4. ১টি মাঝারি পেয়াঁজ বাটা
  5. স্বাদমতোনুন
  6. ১ চা চামচ হলুদগুঁড়া
  7. ১ চা চামচ লংকা গুঁড়ো
  8. ১চা চামচ লংকা গুঁড়ো
  9. ১ চা চামচ কাশ্মীর লংকা গুঁড়া
  10. ১ চা চামচ জিরা গুঁড়া
  11. ১ চা চামচ ধনে গুঁড়ো
  12. ১/২ কাপ তেল
  13. স্বাদমতোচিনি
  14. ২টি কুচানো টমেটো
  15. ১০০ গ্রাম দই

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে তেল গরম করে মাছ টা সামান্য ভেজে তুলে রাখতে হবে।

  2. 2

    ওই তেলে সামান্য আর একটু তেল দিয়ে তাতে মসলা ভালো করে কষিয়ে পেয়াঁজ দিয়ে নাড়াচাড়া করতে হবে।পেয়াঁজ সামান্য ভাজা হলে তাতে টমেটো কুচি মিশিয়ে এবংমাছ দিয়েএকটু জল দিয়ে ঢাকা দিতে হবে।

  3. 3

    সব কষানো হয়ে যাবার পর দই ফেটিয়ে ঢেকে দিতে হবে।তাতে জল শুকিয়ে গেলে ওপরে কাচালংকা দিয়ে দিন।

  4. 4

    উপরে সামান্য ধনেপাতা দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sampa Bardhan Ray
Sampa Bardhan Ray @sampa_bardhan_ray

Similar Recipes