চিংড়ির বাটি চচ্চড়ি (chingrir bati chorchori recipe in Bengali)

Probal Ghosh
Probal Ghosh @coralinfinityfoodies
kolkata

#দৈনন্দিন রেসিপি
প্রত্যেকদিনের রান্নাতে স্বাদের সঙ্গে সাচুজ্য রেখে অভিনবত্য আনা সত্যি অতিব কঠিন ।কিন্তু একটু বুদ্ধি লাগিয়ে সাধারণ কয়েকটি উপকরন দিয়ে এক সুস্বাদু রান্না করা যায় । সেইরকমই এক রান্না হল চিংড়ির বাটি চচ্চড়ি ।

চিংড়ির বাটি চচ্চড়ি (chingrir bati chorchori recipe in Bengali)

#দৈনন্দিন রেসিপি
প্রত্যেকদিনের রান্নাতে স্বাদের সঙ্গে সাচুজ্য রেখে অভিনবত্য আনা সত্যি অতিব কঠিন ।কিন্তু একটু বুদ্ধি লাগিয়ে সাধারণ কয়েকটি উপকরন দিয়ে এক সুস্বাদু রান্না করা যায় । সেইরকমই এক রান্না হল চিংড়ির বাটি চচ্চড়ি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
৩ জন
  1. ২ টি মাঝারি আকারের আলু (টুকরো করে কাটা)
  2. ১ টি মাঝারি আকারের বেগুন(টুকরো করে কাটা)
  3. ১ টি বড় আকারের পেয়াজ (কুচোনো)
  4. ৫-৬ টি চিংড়ি মাছ (ধুয়ে পরিস্কার করা)
  5. ৩ টেবিল চামচ সর্ষের তেল
  6. ২ চা চামচ লাল লংকা গুঁড়ো
  7. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  8. স্বাদ মতো নুন
  9. ৩-৪ টি কাঁচা লংকা

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    একটি অ্যালুমিনিয়ামের পাত্রে ২ টি মাঝারি আকারের আলু (টুকরো করে কাটা), ১ টি মাঝারি আকারের বেগুন(টুকরো করে কাটা), ১ টি বড় আকারের পেয়াজ কুচোনো, ৫-৬ টি চিংড়ি মাছ (ধুয়ে পরিস্কার করা), ২ টেবিল চামচ সর্ষের তেল, ২ চা চামচ লাল লংকা গুঁড়ো, ১ চা চামচ হলুদ গুঁড়ো, ৩-৪ টি কাঁচা লংকা, স্বাদ মতো নুন ও পরিমান মতো জল দিয়ে উপর থেকে অপর একটি ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে ১০ মিনিট রাখতে হবে ।

  2. 2

    ১০ মিনিট পর ঢাকনা খুলে আঁচ বাড়িয়ে আর ৫ মিনিট ফোটাতে হবে যাতে আলু, বেগুন ও পেয়াজ গা মাখা হয়ে যায় ।

  3. 3

    সবশেষে উপর থেকে ১ টেবিল চামচ সর্ষের তেল ছড়িয়ে গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে চিংড়ির বাটি চচ্চড়ি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Probal Ghosh
Probal Ghosh @coralinfinityfoodies
kolkata

Similar Recipes