লুচি ও তরকারি(luchi torkari recipe in Bengali)

Arpita Biswas
Arpita Biswas @cook_25624560
দমদম

ব্রেকফাস্টে ফুললুচির সাথে কুমড়োর তরকারি খুব ভালো লাগে।

লুচি ও তরকারি(luchi torkari recipe in Bengali)

ব্রেকফাস্টে ফুললুচির সাথে কুমড়োর তরকারি খুব ভালো লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
2 জন
  1. লুচির জন্য
  2. 2 কাপময়দা
  3. 1 চিমটিলবণ
  4. 1টেবিল চামচ + পরিমান মতো তেল ময়ানের জন্য +ভাজার জন্য
  5. প্রয়োজন মতো গরম জল
  6. তরকারির জন্য
  7. 100 গ্রামকুমড়ো
  8. 2টো বড় আলু
  9. 1টা বড় টমেটো
  10. 1টা কাঁচা লঙ্কা
  11. স্বাদ মতো লবণ
  12. 1/2 চা চামচহলুদ
  13. 1/2 চা চামচচিনি
  14. 1/2 চা চামচজিরেগুড়ো
  15. 1/2 চা চামচকালোজিরা
  16. 1টা তেজপাতা
  17. 8-10টা ভাজা বাদাম
  18. পরিমান মতো গরম মশলা
  19. প্রয়োজন মতো তেল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে একটা পাত্রে ময়দা নিয়ে তাতে লবণ, তেল দিয়ে ভালো করে মিশিয়ে অল্প অল্প করে গরম জল দিয়ে একটা ডো তৈরি করতে হবে। এবার এটাকে 20 মিনিট এর জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। ততক্ষণে আমরা তরকারি টা করে নেবো।

  2. 2

    কুমড়ো আর আলু গুলো ডুমো করে কেটে ধুয়ে নিয়ে লবণ, হলুদ মাখিয়ে রাখতে হবে।

  3. 3

    এবার কড়াইতে তেল গরম করে তেজপাতা, কালোজিরা, কাঁচা লঙ্কা ফোরন দিয়ে কুমড়ো আলু গুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তাতে টমেটো, জিরেগুড়ো,চিনি দিয়ে কষিয়ে সামান্য জল দিয়ে ঢাকা দিতে হবে। এরমধ্যে লুচি টা তৈরি করে নিতে হবে।

  4. 4

    এবার ময়দার ডো টাকে 1 মিনিট মেখে নিয়ে ছোট ছোট লেচি কেটে নিতে হবে।এখন লেচি গুলোকে তেল দিয়ে বেলে নিতে হবে। কড়াইতে তেল গরম হলেই একে একে লুচি গুলো ভেজে নিতে হবে।

  5. 5

    এরমধ্যে তরকারির জল ও শুকিয়ে এসছে আর সবজি সিদ্ধ ও হয়ে গেছে। এখন এটায় সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নিয়ে উপর দিয়ে ভাজা বাদাম ছড়িয়ে দিতে হবে । এবার গরম গরম লুচি তরকারি প্লেটে সার্ভ করতে হবে ।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Arpita Biswas
Arpita Biswas @cook_25624560
দমদম
রান্না আমার শখ 😍❤
আরও পড়ুন

Similar Recipes