সজনে ডাটা মাছের ঝোল(sojne data macher jhol recipe in Bengali)

Tripti Sarkar
Tripti Sarkar @cook_25824532

#GA4
#week25
গরমের দিনে যখন খেতে কিছুই ইচ্ছা করে না , সেই সময় এমন সজনে ডাটার পাতলা ঝোল ছোটো মাছের সাথে বেস ভালো লাগে এবং সহজপাচ্য হয়ে থাকে।

সজনে ডাটা মাছের ঝোল(sojne data macher jhol recipe in Bengali)

#GA4
#week25
গরমের দিনে যখন খেতে কিছুই ইচ্ছা করে না , সেই সময় এমন সজনে ডাটার পাতলা ঝোল ছোটো মাছের সাথে বেস ভালো লাগে এবং সহজপাচ্য হয়ে থাকে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৩-৪ টি সজনে ডাঁটা
  2. ১ টি আলু
  3. ১ টি বেগুন
  4. ১ টি পেঁয়াজ
  5. ৩-৪ টি কাঁচা লঙ্কা
  6. ৩ টি চারা মাছ
  7. ১০-১২ টা বড়ি
  8. ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  9. ১ চা চামচ জিরে গুঁড়ো
  10. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  11. ১ চা চামচ আদ বাটা
  12. ১/৪ চা চামচ গোটা জিরে
  13. ১ টি তেজপাতা
  14. স্বাদ অনুসারেলবণ
  15. পরিমাণ মত তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    সব্জি ও মাছ কেটে ধুয়ে নিতে হবে। মাছে লবণ হলুদ মাখিয়ে রাখতে হবে।

  2. 2

    কড়াইতে সামান্য তেল দিয়ে বড়ি গুলো লাল করে ভেজে নিতে হবে। এবং একই তেলের মধ্যে আলু ও বেগুন হাল্কা করে ভেজে নিতে হবে।

  3. 3

    এরপর কড়াইতে আবারো একটু তেল দিয়ে জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে পিয়াঁজ কুচি আদ বাটা ও গুঁড়া মসলা গুলো দিয়ে হাল্কা ভেজে নিতে হবে। তারপর কাচা লঙ্কা, স্বাদ অনুসারে লবণ ও ভেজে রাখা আলু বেগুন গুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে।

  4. 4

    তারপর পরিমাণ মতো গরম জল যোগ করতে হবে।এবং ডাটা গুলো এইবার ঝোলে দিতে হবে। এরপর ঢাকা দিয়ে রান্না করতে হবে। যখন মাঝামাঝি সিদ্ধ হয়ে যাবে, সেই সময় ভেজে রাখা মাছ ও বড়ি গুলো দিয়ে আরো দুই তিন মিনিট ঢেকে রান্না করতে হবে।

  5. 5

    এরপর পছন্দ অনুযায়ী ঝোল রেখে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tripti Sarkar
Tripti Sarkar @cook_25824532

মন্তব্যগুলি (10)

Similar Recipes