ফুলকপির নিরামিষ কোরমা(fulkopir niramish ranna recipe in Bengali)

Anjana Mondal
Anjana Mondal @cook_25804448

#GA4
#week26
এবারের ধাঁধা থেকে আমি কোরমা শব্দটি বেছে নিয়েছি আর বানিয়েছি ফুলকপির কোরমা।

ফুলকপির নিরামিষ কোরমা(fulkopir niramish ranna recipe in Bengali)

#GA4
#week26
এবারের ধাঁধা থেকে আমি কোরমা শব্দটি বেছে নিয়েছি আর বানিয়েছি ফুলকপির কোরমা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1 টা মাঝারি আকারের ফুলকপি
  2. 100 গ্রামটকদই
  3. 2 চা চামচআদা বাটা
  4. 2 চামচটমেটো পিউরি
  5. 1টেবিল চামচ কিসমিস বাটা
  6. 1টেবিল চামচ কাজুবাদাম বাটা
  7. 1টেবিল চামচ চার মগজ বাটা
  8. 1 টি বড় টমেটো কুচি
  9. 1 চা চামচ জিরা গুঁড়ো
  10. 1 চা চামচধনে গুঁড়ো
  11. স্বাদ মতকাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা
  12. স্বাদ মতনুন ও চিনি
  13. 1 টেবিল চামচঘি
  14. পরিমাণ মতসাদা তেল
  15. পরিমাণ মতগোটা গরম মশলা
  16. 1টেবিল চামচ পোস্ত বাটা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    ফুলকপির কোয়া ছাড়িয়ে গরম জলে সামান্য হলুদ গুঁড়ো ও নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি।

  2. 2

    ভাপানো কপি জল ঝরিয়ে সাদা তেল দিয়ে ভেজে নিয়েছি।

  3. 3

    কাজু, কিশমিশ, পোস্ত, চার মগজ বেটে একটি বাটিতে একসাথে মিশিয়ে নিয়েছি

  4. 4

    টকদই নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি

  5. 5

    কড়াই তে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে গোটা গরম মশলা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটোও আদা বাটাকুচি দিয়ে ভেজে নিয়েছি।

  6. 6

    এরপর বেটে রাখা মিশ্রণ দিয়েছি

  7. 7

    এরপর ধনে গুঁড়ো ও জিরা গুঁড়ো দিয়েছি

  8. 8

    এরপর ফেটিয়ে রাখা টকদই দিয়েছি

  9. 9

    টমেটো পিউরি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 4 কাপ জল দিয়েছি। ওর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। নুন ও চিনি দিয়েছি।

  10. 10

    ঝোল ফুটে উঠলে ভেজে রাখা ফুলকপি দিয়ে ঢেকে রেখেছি। গ্যাস সিম করে দিয়েছি

  11. 11

    10 মিনিট পর ঢাকা খুলে নেড়েচেড়ে দিয়েছি। আবার ঢেকে রেখেছি

  12. 12

    আরও 5 মিনিট পর ঢাকা খুলে কপি ভালো করে সিদ্ধ হয়ে গেলে গ্যাস অফ করে উপর থেকে ঘি, গরম মশলা ছড়িয়ে আরও কিছু ক্ষন ঢেকে রেখেছি। কোরমা তৈরি। পোল ও বা পরোটা রুটি দিয়ে খুব ভালো লাগে। আমি দুপুরে বানিয়েছি তাই পোলাও দিয়ে পরিবেশন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Anjana Mondal
Anjana Mondal @cook_25804448

Similar Recipes