পাঞ্জাবী আলু পরোটা (Punjabi Aloo Paratha Recipe In Bengali)

Itikona Banerjee
Itikona Banerjee @chef_iti_12
বেহালা .. কোলকাতা -১৪১

#GA4
#Week1

এই সপ্তাহের ধাঁধা থেকে আমি ৩ টি শব্দ "পরাঠা","আলু", "পাঞ্জাবী" এক সাথে বেছে নিয়ে একটা চটপটা পাঞ্জাবী আলুর পরাঠা বানিয়ে নিলাম। এর অপুর্ব টেস্ট। সকালের জলখাবার এ টমেটো সস বা টক দই বা যে কোন সবজির সাথে জাস্ট জমে যায়।

পাঞ্জাবী আলু পরোটা (Punjabi Aloo Paratha Recipe In Bengali)

#GA4
#Week1

এই সপ্তাহের ধাঁধা থেকে আমি ৩ টি শব্দ "পরাঠা","আলু", "পাঞ্জাবী" এক সাথে বেছে নিয়ে একটা চটপটা পাঞ্জাবী আলুর পরাঠা বানিয়ে নিলাম। এর অপুর্ব টেস্ট। সকালের জলখাবার এ টমেটো সস বা টক দই বা যে কোন সবজির সাথে জাস্ট জমে যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৪ জন
  1. ১ কাপ ডো এর জন্য : আটা
  2. ১ কাপ ময়দা
  3. ২ টেবিল চামচ দুধের মালাই বা ফ্রেশ ক্রিম
  4. ১/২ কাপ দুধ
  5. ১ চা চামচ লবণ
  6. ১ চা চামচ চিনি
  7. ১ চা চামচ সাদা তেল
  8. পরিমাণ মতজল
  9. ১ টেবিল চামচ কসুরি মেথি
  10. ১/৪চা চামচ জোয়ান
  11. ৪-৫ টি আলুর পুর এর জন্য আলু সেদ্ধ করা
  12. ৩-৪ টি কাঁচা লঙ্কা কুচি
  13. ১ টেবিল চামচ আদা গ্রেট করা
  14. ২ টেবিল চামচ ধনেপাতা কুচি
  15. ১/২ চা চামচ বিট লবণ
  16. ১/২ চা চামচ আমচুর পাউডার
  17. ১/২ চা চামচ চাট মশলা
  18. ১/২ চা চামচ রোস্টেড জিরে ধনে গুঁড়ো
  19. ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  20. ১/৪ চা চামচ হিং
  21. ১/২ চা চামচ মৌরি গুঁড়ো
  22. ১/৪চা চামচ কালোজিরা
  23. ১/২ চা চামচ রোস্টেড লঙ্কা গুঁড়ো
  24. ১ টেবিল চামচ সর্ষে তেল
  25. ১ টি পেঁয়াজ কুচানো (ঐচ্ছিক)
  26. ১ টেবিল চামচ ঘি
  27. প্রয়োজন মতো সাদা তেল বা ঘি পরোটা ভাজার জন্য।
  28. স্বাদ মতলবণ

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    প্রথমে একটা পাত্রে ময়দা, আটা, মালাই, দুধ, লবণ,লঙকা গুঁড়ো কসৌরি মেথি, জোয়ান একটু মসলে মিশিয়ে নিয়ে ভালো করে মেখে নিতে হবে সামান্য জল দিয়ে। এবার ভালো করে ঠেসে নিতে হবে ১ চা চামচ সাদা তেল দিয়ে। ১০ মিনিট এর জন্য চাপা দিয়ে রেস্ট এ রেখে দিতে হবে।(এখানে কসৌরি মেথি, জোয়ান,লঙ্কাগুড়ো টা আমি ময়দার সাথে মেখেছি, আপনারা চাইলে আলুর পুর এর মধ্যে দিতে পারেন, টেস্ট এর কোন হেরফের হবে না।)

  2. 2

    একটা পাত্রে সেদ্ধ করা আলু গুলো ভালো ভাবে ম্যাস করে নিতে হবে, এবার একে সব মশলা দিয়ে ভালো ভাবে মেখে একটা পুর টা তৈরি করে নিতে হবে।(পেঁয়াজ কুচি না দিলে ও চলে)

  3. 3

    এবার ময়দার ডো এর থেকে লেচি কেটে নিতে হবে আর হাত দিয়ে গোল বল বানিয়ে একটু বেলে মাঝ খানে একটু ঘি লাগিয়ে ওর মধ্যে আলুর পুর ১ টেবিল চামচ এর মতো দিয়ে এই ভাবে পোটলা বানিয়ে নিতে হবে।

  4. 4

    এবার হাত দিয়ে চেপে চেপে একটু খানি সেট করে নিতে হবে আর একটু ময়দা লাগিয়ে রুটির মতো বেলে নিতে হবে। এইভাবে করলে আলুর মশলা টা সবদিক ছড়িয়ে যায়।

  5. 5

    গ্যাসে একটা তাওয়া বসিয়ে গরম হলে ওর মধ্যে পরোটা দিয়ে দুই পিঠ ভালো করে সেকে সাদা তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ।যেহেতু দুধ আর মালাই দিয়ে ময়দা টা মাখা হয়ে ছিল, সেহেতু কালার টা ও ভালো হবে আর ভীষন সফট ও হবে পরোটা গুলো। এই ভাবে সব পরোটা করে নিতে হবে।

  6. 6

    এবার একটা প্লেটে সাজিয়ে টমেটো সস,গ্রীন চাটনি দ ই, শ্রীখন্ড, বা যে কোন নিরামিষ সবজির সাথে গরম গরম চটপটা "পাঞ্জাবী আলুর পরাঠা"পরিবেশন করুন। দারুণ মুখরোচক এই রেসিপি টি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Itikona Banerjee
Itikona Banerjee @chef_iti_12
বেহালা .. কোলকাতা -১৪১
আমি রান্না করতে খুব ভালো বাসি। প্রতিটি রান্না আলাদা আলাদা ভাবে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি।
আরও পড়ুন

Similar Recipes