পটল পোস্ত(potol posto recipe in bengali)

Barnali Debdas
Barnali Debdas @Barnalifoodyworld

#নিরামিষ
বাঙালির পাতে পোস্ত থাকবে না এমনটা যেন ভাবাই যায় না।এই পোস্ত দিয়ে বানানো যায় একাধিক জিভে জল আনার রেসিপি।

পটল পোস্ত(potol posto recipe in bengali)

#নিরামিষ
বাঙালির পাতে পোস্ত থাকবে না এমনটা যেন ভাবাই যায় না।এই পোস্ত দিয়ে বানানো যায় একাধিক জিভে জল আনার রেসিপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১০মিনিট
১জন
  1. ৩টি পটল
  2. ১চা চামচ হলুদ গুঁড়ো
  3. স্বাদ অনুসারেলবণ
  4. ১ চা চামচ পাঁচ ফোড়ন
  5. পরিমাণ মততেল
  6. ২ চা চামচ পোস্তদানা
  7. ২ টো কাঁচা লঙ্কা
  8. প্রয়োজন অনুযায়ীধনেপাতা(সাজানোর জন্য)
  9. প্রয়োজন অনুযায়ীগোলাপের পাপড়ি(সাজানোর জন্য)

রান্নার নির্দেশ সমূহ

১০মিনিট
  1. 1

    ১মে পোস্তদানাকে জলে ভিজিয়ে মিক্সিতে পেষ্ট করে নিবেন।এরপর পটলগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে আধা করে নিবেন।

  2. 2

    গ‍্যাসে ১টি প‍্যানে তেল গরম করবেন।তেল গরম হলে পটলগুলো দিয়ে আচ একদম কম করে ঢাকা দিয়ে ২দিক ভেজে নিবেন।এরপর পাচফোড়ন দিবেন।তারপর পটল দিয়ে নেড়ে তাতে ১/২কাপ জল দিবেন।এরপর তাতে একে একে হলুদের গুড়ো ও লবণ দিবেন।

  3. 3

    এরপর পটল নরম হয়ে গেলে এর মধ্যে পোস্ত কাচালঙ্কা একসাথে বাটা মিশ্রনটি দিয়ে নাড়াচাড়া করে গ‍্যাস বন্ধ করে ২টি কাচালঙ্কা চিরে দিয়ে ঢেকে রাখবেন।একটু পরে ঢাকা খুলে একটু কাচা সরষে তেল ছড়িয়ে পরিবেশন করবেন পটল পোস্ত।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Barnali Debdas
Barnali Debdas @Barnalifoodyworld

Similar Recipes