পটল পোস্ত (Patal posto recipe in bengali)

Supriti Paul
Supriti Paul @cook_26208681

#নিরামিষ
আমি সম্পূর্ণ নিরামিষ পটল পোস্ত বানিয়েছি । খেতে অপূর্ব সুন্দর সুস্বাদু ।

পটল পোস্ত (Patal posto recipe in bengali)

#নিরামিষ
আমি সম্পূর্ণ নিরামিষ পটল পোস্ত বানিয়েছি । খেতে অপূর্ব সুন্দর সুস্বাদু ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
3 জন
  1. 6 টিপটল
  2. 3টেবিল চামচ পোস্ত বাটা
  3. 1টেবিল চামচ টক দই
  4. 1/4 চা চামচলাল লঙ্কা গুঁড়ো
  5. স্বাদমতোনুন
  6. 2টেবিল চামচ সর্ষের তেল
  7. 1 টিশুকনো লঙ্কা
  8. 1 চিমটিকালজিরা
  9. 1/2 চা চামচঘি
  10. 2 টিকাঁচালঙ্কা কুচি
  11. 1/2 কাপজল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে পটলের খোসা ছাড়িয়ে পরিস্কার করে ধুয়ে নিতে হবে ।এবার হাফ ইঞ্চি ছাড়া ছাড়া পটলের গায়ে ছুরি দিয়ে চিরে নিতে হবে ও পটলের গায়ে নুন মাখিয়ে নিতে হবে ।
    এবার কড়াই গরম করে তাতে তেল দিয়ে পটল কম আঁচে ভেজে তুলে নিতে হবে ।

  2. 2

    ঐ তেলে কাল জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বেরোলে কাঁচালঙ্কা কুচি, ফেটানো দই, লাললঙ্কা গুঁড়ো, নুন দিতে হবে । একমিনিট কষে নিয়ে পোস্তর পেস্ট দিয়ে কষে সামান্য গরম জল দিয়ে নেড়ে ভাজা পটল গুলো ঢেলে দিতে হবে । পাঁচ ছয় মিনিট চাঁপা দিয়ে রাখতে হবে ।

  3. 3

    পাঁচ মিনিট পর পটল সেদ্ধ হলে চাপা খুলে পোস্তর জল শুকিয়ে এলে নাড়াচাড়া করে নিতে হবে । এবার ঘি ছড়িয়ে গ্যাস বন্ধ করতে হবে । তৈরী সুস্বাদু সাদা পটল পোস্ত । আমি হলুদ দিইনি, বন্ধুরা চাইলে দেওয়া যেতে পারে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Supriti Paul
Supriti Paul @cook_26208681

Similar Recipes