মুগ পটল (moog patol recipe in Bengali)

Sanchita Das
Sanchita Das @cook_SanchitaDas30
Bhubaneswar

#ঠাকুরবাড়ির২০২১

মুগ পটল (moog patol recipe in Bengali)

#ঠাকুরবাড়ির২০২১

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
৪ জনের জন্য
  1. ৫ টা পটল
  2. ১ কাপ দুধ
  3. ১ টেবিল চামচ সাদা তেল
  4. ২ টো শুকনো লঙ্কা
  5. ৪ টে কাঁচা লঙ্কা
  6. ১ চা চামচ আদা বাটা
  7. ১/২ টেবিল চামচ জিরা বাটা
  8. ১ চা চামচ চিনি
  9. স্বাদমতোলবণ
  10. ১/২ টেবিল চামচ ঘি
  11. ১/২ চা চামচ গোটা জিরা
  12. ১/২ কাপ মুগ ডাল

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    প্রথমে মুগ ডাল কম আঁচে ২ মিনিট ভেজে নিতে হবে। ডাল ভালো করে ধুয়ে ২.৫ কাপ গরম জলে অল্প লবণ দিয়ে আধসেদ্ধ করতে হবে। ২ টো কাঁচা লংকা দিতে হবে। পটল ছুলে ধুয়ে লম্বা করে কেটে নিতে হবে।

  2. 2

    আধসেদ্ধ ডালের মধ্যে পটল দিয়ে ৫ মিনিট সেদ্ধ করে আঁচ বন্ধ করে দিতে হবে। কড়াইতে তেল গরম করে তাতে গোটা জিরা ও শুকনো লংকা দিয়ে নেড়েচেড়ে সেদ্ধ ডাল ও পটল দিতে হবে।

  3. 3

    এবার ১ মিনিট পর দুধ দিয়ে ২ মিনিট ফুটিয়ে নিতে হবে। দেখতে হবে কড়াইতে লেগে না যায়।

  4. 4

    এবার লবণ, জিরা ও আদা বাটা,২ টো চেরা কাঁচা লংকা, দিয়ে ১ মিনিট রান্না করতে হবে। চিনি দিতে হবে। এবার ঘি দিয়ে মিশিয়ে আঁচ বন্ধ করে ৫ মিনিট ঢেকে রাখতে হবে। গরম ভাত বা রুটির সঙ্গে ভালো লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sanchita Das
Sanchita Das @cook_SanchitaDas30
Bhubaneswar

Similar Recipes