ছানার সন্দেশ (Chanar Sandesh recipe in Bengali)

Silki Mitra
Silki Mitra @cook_29039383

#KRC4
আজকে আমি আমার সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি একদম নরম তুলতুলে ছানার সন্দেশের রেসিপি। মিষ্টি আমাদের সকলের খুব প্রিয় এবং সেটা নিজের হাতে বানিয়ে খাওয়ানোর স্বাদটাই আলাদা, তাহলে চলুন আপনাদের সাথে শেয়ার করে ফেলি ছানার সন্দেশের একটি সুন্দর রেসিপি।

ছানার সন্দেশ (Chanar Sandesh recipe in Bengali)

#KRC4
আজকে আমি আমার সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি একদম নরম তুলতুলে ছানার সন্দেশের রেসিপি। মিষ্টি আমাদের সকলের খুব প্রিয় এবং সেটা নিজের হাতে বানিয়ে খাওয়ানোর স্বাদটাই আলাদা, তাহলে চলুন আপনাদের সাথে শেয়ার করে ফেলি ছানার সন্দেশের একটি সুন্দর রেসিপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
8 জন
  1. 1লিটারদুধ
  2. 1টালেবু
  3. স্বাদ অনুযায়ীচিনি
  4. 1/2কাপখোয়া ক্ষীর
  5. 1/2কাপকনডেন্সড মিল্ক
  6. 1 চা চামচ ঘী
  7. প্রয়োজন অনুযায়ীকাজু-কিসমিস(সন্দেশের ওপরে দেওয়ার জন্য)

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    #KRC4
    সর্বপ্রথম 1 লিটার দুধকে মাঝারি আচে বসিয়ে প্রথম বলক ওঠার মতন হলে 1 টি ছোট আকারের লেবুর রস তারমধ্যে দিয়ে ছানা কাটিয়ে নিতে হবে। এবারে একটু ঠান্ডা হলে ছানা থেকে ভালো মতন করে জলটা বের করে নিতে হবে।

  2. 2

    #KRC4
    ছানা থেকে জল খুব ভালো মতন করে ঝরে গেলে একটি পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে এবং পরিমাণমতো চিনির মিশ্রণ টা দিয়ে ভালো মতন করে মাখিয়ে নিতে হবে, সাথে খোয়াখীর এবং কনডেন্সড মিল্কটাও মাখিয়ে নিয়ে একটি করাইয়ের মধ্যে দিতে হবে।

  3. 3

    #KRC4
    এবারে ওভেন টা জ্বালিয়ে সম্পূর্ণ ছানার মিশ্রনটা দিয়ে কম আচে রেখে ভালো মতন করে নাড়াচাড়া করতে হবে যাতে নিচ্ থেকে ধরে না যায়। যখন ছানা থেকে জল কাটতে থাকবে এবং একটু আঠা ভাব হয়ে আসবে তখন ওভেনটা বন্ধ করে একটু ঠান্ডা হতে দিতে হবে।

  4. 4

    #KRC4
    মিশ্রণটি ঠাণ্ডা হয়ে গেলে একটি পাত্রের মধ্যে সামান্য পরিমাণ ঘী বুলিয়ে সেটি ঢেলে দিতে হবে এবং সমান করে রাখতে হবে মিশ্রণটি মোটামুটি 1 ঘন্টার মতো। এরপর ঠান্ডা হয়ে গেলে চৌকো করে কেটে নিতে হবে। তাহলে তৈরি হয়ে যাবে একদম নরম তুলতুলে সন্দেশ এবং সাথে সন্দেশের ওপরে ছড়িয়ে দিতে হবে আপনাদের পছন্দমতো ড্রাই ফ্রুটস্ (আমি কাজু-কিসমিস দিয়ে সন্দেশগুলো সাজিয়েছি)।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Silki Mitra
Silki Mitra @cook_29039383
রান্না আমার জীবনে একটা খুব বড় জায়গা জুড়ে অবস্থান করে। আপনাদের সামনে বিভিন্ন ধরনের ছোট বড় রান্না রেসিপি আমি শেয়ার করছি আশা রাখবো যে আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন এটাই আশা রাখি।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes