মিষ্টি বাসন্তি পোলাও (Misti basanti Polau recipe in Bengali)

Shilpi Mitra
Shilpi Mitra @shilpilicious
Kolkata

মিষ্টি বাসন্তি পোলাও (Misti basanti Polau recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 জনের
  1. 300 গ্রামগোবিন্দভোগ চাল
  2. 4 টেবিল চামচঘী
  3. পরিমাণ মতো কাজু, কিশমিশ
  4. 6 টালবঙ্গ
  5. 1 টাজয়িত্রী
  6. 2 টোতেজপাতা
  7. 6 টাছোট এলাচ
  8. প্রয়োজন মতকয়েটা দারচিনির টুকরা
  9. 1/2 চা চামচকেশর
  10. 2 টেবিল চামচগরম দুধ
  11. স্বাদমত মতো নুন
  12. স্বাদমত চিনি
  13. পরিমান মত জল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে গরম দুধে কেশর ভিজিয়ে দিয়ে সব উপকরন এক জায়গায় নিতে হবে ।

  2. 2

    এবার চাল ভালো করে ধুয়ে পরিমান মত জলে কিছুক্ষন ভিজিয়ে 90% সেদ্ধ করে জল ঝড়িয়ে রাখতে হবে ।

  3. 3

    ঘী থেকে এক চামচ তুলে রেখে কড়ায় বাকী ঘী গরম করে কাজু আর কিসমিস ভেজে তুলে নিতে হবে ।

  4. 4

    এবার ঐ ঘীয়ের মধ্যে জয়িত্রি, ছোট এলাচ, তেজপাতা, দারচিনি আর লবঙ্গ ফোড়ন দিয়ে আগে থেকে তৈরী করা ভাত, নুন আর চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে ।

  5. 5

    এবার এর মধ্যে কেশর দুধ আর ভেজে রাখা কাজু কিসমিস দিয়ে হালকা হাতে মিশিয়ে নিতে হবে । বাকী ঘী দিয়ে আবার মিশিয়ে নিতে হবে ।

  6. 6

    এবার কিছুক্ষন ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিলে রেডি হয়ে যাবে ।

  7. 7

    এবার নিজের পছন্দমত ডিসের সাথে সার্ভ করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shilpi Mitra
Shilpi Mitra @shilpilicious
Kolkata

মন্তব্যগুলি

Similar Recipes