চিকেন ডালচা (Chicken dalcha recipe in Bengali)

Bindi Dey
Bindi Dey @cook_20288876

চিকেন ডালচা (Chicken dalcha recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫-৩০ মিনিট
৫ জন
  1. ৫০০ গ্রাম চিকেন
  2. ৩ টেবিল চামচ ছোলার ডাল
  3. ২ টেবিল চামচ মসুর ডাল
  4. ২ টেবিল চামচ অড়হর ডাল
  5. ২ টো পেঁয়াজ কুচি
  6. ১ টেবিল চামচ রসুন কুচি
  7. ১ চা চামচ আদা বাটা
  8. ১ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো
  9. ৫-৬ টে কাঁচা লংকা
  10. ৩-৪ টা এলাচ
  11. ১ টুকরো দারচিনি
  12. ৪-৫ টা লবঙ্গ
  13. ১/২ চা চামচ সর্ষে
  14. ১/২ চা চামচ গোটা জিরা
  15. ৪-৫ টা মেথির দানা
  16. ১০ টা কারিপাতা
  17. ২-৩ টো শুকনো লঙ্কা
  18. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  19. ২ টেবিল চামচ চারমগজ বাটা
  20. ২ টেবিল চামচ ঘি
  21. ১ টেবিল চামচ ক্রিম
  22. স্বাদ মত নুন

রান্নার নির্দেশ সমূহ

২৫-৩০ মিনিট
  1. 1

    প্রথমে সব ডাল ভালোভাবে ধুয়ে ১-২ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে ।

  2. 2

    তারপর প্রেসার কুকারের ঘি গরম করে সরষে, গোটা জিরা, কারিপাতা,মেথি আর শুকনো লংকা ফোড়ন দিয়ে একটু ভেজে নিতে হবে।

  3. 3

    তারপর তাতে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে একটু ভেজে নিতে হবে তারপর তাতে চিকেন টা ঢেলে দিতে হবে আর ভালো করে নাড়তে হবে।

  4. 4

    ৩-৪ মিনিট নেড়ে তাতে আদা বাটা,হলুদ, কাঁচা লংকা কুচি, লংকার গুড়ো, গোটা এলাচ,দারচিনি, লবঙ্গ আর নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে আচঁটা কমিয়ে ৫ মিনিট ঢেকে দিতে হবে ।

  5. 5

    তারপর ঢাকা তুলে ভিজিয়ে রাখা সব ডাল গুলো জল ঝরিয়ে দিয়ে দিতে হবে আর ভালো করে মিশিয়ে নিতে হবে। ৩-৪ মিনিট নাড়তে হবে তারপর তাতে চার মগজ বাটা দিয়ে একটু নেড়ে ২ কাপ উষ্ণ গরম জল দিতে হবে।

  6. 6

    ভালো করে নেড়ে আচঁটা মাঝারি করে প্রেসার কুকারের ঢাকা লাগিয়ে দিতে হবে। তারপর ২ টো সিটি দিয়ে নামিয়ে নিতে হবে। তারপর হয়ে গেলে ঢাকা খুলে ১ টেবিল চামচ ক্রিম দিয়ে মিশিয়ে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Bindi Dey
Bindi Dey @cook_20288876

মন্তব্যগুলি (10)

Similar Recipes