রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 250 গ্রামপটল
  2. 1 কাপপেঁয়াজ আদা রসুন বাটা
  3. 1/2 কাপটকদই
  4. 1/2টমেটো পিউরি
  5. 1 চা চামচলাল লঙ্কার গুঁড়ো
  6. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  7. 1 চা চামচজিরা
  8. 1 টাতেজপাতা
  9. 1/4 চা চামচহলুদ গুঁড়ো
  10. স্বাদ অনুযায়ীনুন ও চিনি
  11. প্রয়োজন অনুযায়ীতেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    পটল খোসা ছাড়িয়ে অল্প চিরে নিন।প্যানে তেল গরম করে তাতে পটল দিয়ে ভালো করে ভাজুন

  2. 2

    নুন ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভাজুন।ঢাকা দিয়ে দিন এবং সেদ্ধ করে নিন

  3. 3

    এবার অন্য একটি পাত্রে তেল গরম করে তাতে গোটা জিরে তেজপাতা ফোঁড়ন দিন।

  4. 4

    পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভাজুন।নুন হলুদ ও লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিন

  5. 5

    টমেটো পিউরি দিন এবং ভালো করে কষিয়ে নিন তেল ছাড়া পর্যন্ত।পটল দিয়ে ভালো করে মিশিয়ে নিন এবং টক দই ফেটিয়ে দিয়ে দিন

  6. 6

    সব শেষে চিনি ও গরম মসলা গুঁড়ো দিয়ে মিশিয়ে নামিয়ে পরিবেশন করুন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shakti Chakraborty
Shakti Chakraborty @Superwoman_66

মন্তব্যগুলি

Similar Recipes