পটলের তিলোত্তমা (Potoler tilottoma recipe in Bengali)

Priyanka Bose
Priyanka Bose @cook_27768469

#ebook06
#week3
ইবুক থেকে আমি পটল শব্দ টা নিয়ে পটলের তিলোত্তমা বানাচ্ছি।

পটলের তিলোত্তমা (Potoler tilottoma recipe in Bengali)

#ebook06
#week3
ইবুক থেকে আমি পটল শব্দ টা নিয়ে পটলের তিলোত্তমা বানাচ্ছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪জন
  1. ২৫০গ্রামপটল
  2. ১/২কাপতিল ও পোস্ত বাটা
  3. ১টাপিঁয়াজ মাঝারি সাইজের মিহি করে কুচানো
  4. ১/২চা চামচকালোজিরে
  5. স্বাদমতোনুন
  6. ১/২চা চামচহলুদ
  7. ৪চা চামচসরষের তেল
  8. ১/২ চা চামচজিরে গুঁড়ো
  9. স্বাদমতোচিনি সামান্য
  10. ২টোকাঁচালঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    পটল এর গা ছুরির সাহায্যে চেঁচে কেটে অথবা গোটা রেখ নিন।ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিন।

  2. 2

    গ্যাস অন করে নুন হলুদ মাখা পটল গুলো ভেজে তুলে রাখুন

  3. 3

    কড়াইয়ে তেল গরম করে কাঁচালঙ্কা ও কালোজিরে ফোড়ন দিয়ে নিন

  4. 4

    ফোড়ন গরম হলে আগের থেকে বেটে রাখা তিল ও পোস্ত বাটা দিয়ে ধীমে আঁচে ভাজুন।

  5. 5

    মশালা যোগ করুন (নুন,হলুদ, জিরে,লঙ্কা গুঁড়ো)

  6. 6

    মশালা ভাজার সময় অল্প অল্প করে জল দিয়ে ভাজুন এতে মশালা ভাজা ও ভালো হবে এবং মশালা পুরেও যাবে না।

  7. 7

    সামান্য চিনি যোগ করুন, এতে স্বাদটা ব্যালেন্স করবে।

  8. 8

    আগে থেকে ভাজা পটল গুলো মিশিয়ে প্রয়োজন মত জল দিয়ে ঢাকা দিয়ে ৫মিনিট ফুটিয়ে নিন।

  9. 9

    এটা শুকনো শুকনো হবে।

  10. 10

    গরম গরম ভাত এর সাথে খুব ভালো একটা রেসিপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Priyanka Bose
Priyanka Bose @cook_27768469

Similar Recipes