মশালা পনির পিজ্জা (Masala Paneer pizza recipe in Bengali)

Madhurima Adhikary
Madhurima Adhikary @cook_30703675
Shyamnagar

মশালা পনির পিজ্জা (Masala Paneer pizza recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

মোটমাট দেড় ঘনটা
4 জন
  1. 150 গ্রামপনির
  2. 1 টামাঝারি ক্যাপ্সিকাম পাতলা টুকরো করে কেটে নিতে হবে।
  3. 1 টাছোট পেঁয়াজ (পাতলা স্লাইড করে কাটা)
  4. 1 চা চামচধনে গুঁড়ো
  5. 1 চা চামচজিরেগুঁড়ো (
  6. স্বাদমতোনুন
  7. 5 চা চামচপিজ্জা সস
  8. 100 গ্রামমেয়োনিজ
  9. 200 গ্রামগ্রেটেস্ট চিজ
  10. 2 চা চামচটমাটো সস
  11. 2 চা চামচচিলি সস
  12. 2 কাপময়দা
  13. 2 চা চামচঘী
  14. 1/2 কাপদই
  15. স্বাদমতোলবণ
  16. 1চিমটিবেকিং সোডা
  17. 1 চা চামচবেকিং পাউডার
  18. 1 কাপসাদা তেল
  19. 1কাপএবং উষ্ণ গরম জল
  20. 50 গ্রামমাখন

রান্নার নির্দেশ সমূহ

মোটমাট দেড় ঘনটা
  1. 1

    প্রথমে দু কাপ ময়দা তাতে পরিমাণমতো লবণ বেকিং সোডা ও বেকিং পাউডার,ঘী, মিশিয়ে নিতে হবে তারপর তাদের দই দিয়ে ভালো করে মাখতে হবে ।দরকার পড়লে হালকা উষ্ণ গরম জল দিতে পারেন ।কিন্তু তা খুব কম। তারপর ময়দার ডো টি কে মাখা হয়ে গেলে উপর থেকে তেল দিয়ে কাপড় দিয়ে ঢেকে রেখে দিতে হবে প্রায় আধাঘণ্টা।

  2. 2

    প্রথমে ক্যাপ্সিকাম, পেঁয়াজ,টমেটো পাতলা স্লাইস করে কেটে নিতে হবে। তারপরে পনির টাকে পাতলা পিস করে কেটে, কড়াইতে সাদা তেল দিয়ে তাতে লবণ এবং হলুদ গুঁড়ো জিরা গুঁড়া ধনে গুঁড়া পরিমাণমতো দিয়ে রাতে দু'চামচ করে চিলি সস টমেটো সস দিয়ে পনির তৈরি করে নিতে হবে।

  3. 3

    এবার আধঘন্টা আগে থেকে ময়দা তৈরি করে রাখার পর ময়দার ডো টিকে বেলে নিতে হবে রুটির সেপে।তারপর তাতে কাঁটা চামচ দিয়ে ফুটো করে দিতে হবে চারিদিকে। এবার ওই রুটির ওপর pizza সস লাগিয়ে তাতে মেয়োনিজ লাগিয়ে তারপর একে একে পনিরের মিশ্রণ ও ক্যাপ্সিকাম,পেঁয়াজ আর টমেটো আগে থেকে কুচি করে রাখা সাজিয়ে দিতে। তারপর তার ওপর দিয়ে গ্রেডের চিজ দিতে হবে।

  4. 4

    এই কাজ করার আগেই একটা কড়াই ফ্রী হিটে বসাতে। এবার যে প্যানে pizza করবেন সেই প্যানে ভালো করে বাটার ব্রাশ করতে হবে। তারপর ওই সাজানো রুটি টিকে ওই প্যান এর উপরে দিয়ে আগে থেকে ফ্রি হিট করা কড়াইতে দিয়ে দিতে হবে।

  5. 5

    তারপর ঠিক 30 মিনিট বাদে একবার খুলে দেখে আরেকবার একটু নাড়াচাড়া করে নিয়ে আবার 10 মিনিট রেখে দিতে হবে। চিলি ফেলকস দিন আর সার্ভ করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Madhurima Adhikary
Madhurima Adhikary @cook_30703675
Shyamnagar

মন্তব্যগুলি

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
Thanks for sharing this lovely recipe..🌷
Neatly presented as well🌺
Do visit my profile to see my new recipes. React and follow if you wish🌈

Similar Recipes