লাল মরিচ কাবাব / টিক্কা (laal morich kebab /tikka recipe in Bengali)

titir chowdhury
titir chowdhury @201205titir

লাল মরিচ কাবাব / টিক্কা (laal morich kebab /tikka recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩ ঘন্টা
  1. লাল মরিচ কাবাব/ টিক্কা
  2. ৩৫০গ্ৰামবোনলেস চিকেন
  3. ১০০ গ্ৰামটক দই
  4. ১চা চামচগরম মশলা গুঁড়ো
  5. ১চা চামচ আদা রসুন বাটা
  6. ১/২ চা চামচনুন
  7. ১/২ চা চামচলঙ্কা গুঁড়ো
  8. ১/২ চা চামচধনে গুঁড়ো
  9. ১চা চামচ শুকনো লঙ্কা বীজ ছাড়া জলে ভিজিয়ে বাটা-
  10. ১/২ চা চামচচাট মশলা গুঁড়ো
  11. 2 টো পেঁয়াজ কিউব করে কাটা
  12. ১/৪চা চামচলাল ফুড কালার
  13. ৬ টাবাম্বু স্টিক- (জলে ভিজিয়ে রাখতে হবে)
  14. ১চা চামচরিফাইন্ড তেল
  15. ১চা চামচ বাটার
  16. গ্ৰীন চাটনি--
  17. ৫০ গ্ৰামধনে পাতা
  18. ১চা চামচরসুন
  19. ১চা চামচআদা
  20. ১/২ চা চামচজিরে
  21. ১/২ চা চামচনুন
  22. ১/২ চা চামচলেবুর রস
  23. ১/২ চা চামচটক দই

রান্নার নির্দেশ সমূহ

৩ ঘন্টা
  1. 1

    প্রথমে চিকেন টা জলে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। তারপর টক দই,নুন,গরমশলা, ধনে, ফুড কালার, শুকনো লঙ্কা বাটা, লঙ্কার গুরো, আদা রসুন বাটা,পেয়াজ, তেল সব উপকরণ দিয়ে ম্যারিনেট করে ফ্রীজে রাখতে হবে ১-২ ঘন্টা।

  2. 2

    চাটনির জন্য ধনেপাতা, আদা, রসুন, নুন, টক দই, জিরে একসাথে মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে। ব্যাস চাটনি রেডি।

  3. 3

    তারপর একে একে একটা চিকেন আর একটা পেয়াজ কিউব স্টীকে সাজাতে হবে।

  4. 4

    ওভেন ১৮০° তে প্রী হিট করে

  5. 5

    একটা ট্রে তে স্টীক গুলো সাজিয়ে ১৫ মিনিট দুই পাশ সমান ভাবে কুক করতে হবে।

  6. 6

    ওভেন থেকে বের করে বাটার ব্রাশ করে একটু চাট মশলা ছরিয়ে পরিবেশন করতে হবে গরম গরম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
titir chowdhury
titir chowdhury @201205titir
Cook is the best way which makes me happy always... i just love cook different foods.. Professionally I am a Mechanical Engineer
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes