বেগুনি  (Beguni recipe in Bengali)

Mallika Biswas
Mallika Biswas @cook_25321273

#as#week2.বর্ষাকাল মানেই তো ঝমঝমে বৃষ্টির মধ্যে বাড়িতে বসে নানারকম মুখরোচক খাবার খাওয়া।আর বেগুনি হল এদের মধ্যে অন্যতম।

বেগুনি  (Beguni recipe in Bengali)

#as#week2.বর্ষাকাল মানেই তো ঝমঝমে বৃষ্টির মধ্যে বাড়িতে বসে নানারকম মুখরোচক খাবার খাওয়া।আর বেগুনি হল এদের মধ্যে অন্যতম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১২ মিনিট
৫ জনের জন্য
  1. ১ টা লম্বা বেগুন (পাতলা পাতলা পিস করে কাটা)
  2. ৫ টেবিল চামচ বেসন
  3. ১চা চামচ কর্ণফ্লাওয়ার
  4. ১/২ চা চামচ খাবার সোডা
  5. ১ চিমটি কালোজিরে
  6. স্বাদমতোনুন
  7. ১/২ চা চামচ লঙ্কার গুঁড়ো
  8. পরিমাণ মতো সাদা তেল (ভাজার জন্য)

রান্নার নির্দেশ সমূহ

১২ মিনিট
  1. 1

    বেগুন গুলো পাতলা করে কাটার পর জলের ভেতর 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে তাতে তেল টা কম লাগে।

  2. 2

    একটা পাত্রে সব উপকরণ গুলো মিশিয়ে তারপর জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে।

  3. 3

    ব্যাটারের মধ্যে একটা বেগুন এর ফালি ডুবিয়ে তুলে, কড়াইতে তেল গরম করে তার ভেতরে দিয়ে লাল করে ভেজে তুলে নিতে হবে।

  4. 4

    এবার একটি সুন্দর পাত্রে সাজিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mallika Biswas
Mallika Biswas @cook_25321273

Similar Recipes