ম্যাঙ্গো সুজিকেক (Mango suji cake recipe in Bengali)

Ratna Bauldas
Ratna Bauldas @Ratna_bauldas

ম্যাঙ্গো সুজিকেক (Mango suji cake recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1/5কাপ সুজি
  2. 1/2কাপ সাদাতেল
  3. 1টা পাকা আম
  4. 1/2কাপ চিনি
  5. 1চা চামচ বেকিং পাউডার
  6. 1/2চা চামচ বেকিং সোডা
  7. 4টেবিল চামচ টুটিফ্রুটি
  8. 4টেবিল চামচ ড্রাইফ্রুটস কুঁচি
  9. প্রয়োজন মতো দুধ

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    আম ছোট টুকরো করে নিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে। সুজিটাও মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে।

  2. 2

    একটা মিক্সিং বোলে সুজি, বেকিং পাউডার, ভালো করে মিশিয়ে নিয়ে একে একে সাদাতেল, চিনিগুঁড়ো, আমের পিউরি,টুটিফ্রুটি,দুধ, ড্রাইফ্রুটস কুঁচি মিশিয়ে 30 মিনিট রেখে দিতে হবে।

  3. 3

    একটা কেকটিনে বাটারপেপার লাগিয়ে.... বেকিং সোডা মিশিয়ে কেকের মিশ্রণটা ঢেলে দিয়ে ট্যাপ করে নিতে হবে।

  4. 4

    কড়াইতে এক কাপ নুন দিয়ে পাঁচ মিনিট প্রিহিট করে একটা স্ট্যান্ড বসিয়ে কেকটিনটা বসিয়ে দিতে হবে। উপরে কিছু বাদামকুঁচি ছড়িয়ে দেওয়া যেতে পারে।

  5. 5

    ঢাকা দিয়ে ঢিমে আঁচে 35 মিনিট বেক করে নিতে হবে। একটা টুথপিক ঢুকিয়ে চেক করতে হবে বেক হয়েছে কিনা...যদি না হয় তাহলে আরো 10 মিনিট বেক করতে হবে।

  6. 6

    ঠান্ডা হলে ডিমোল্ড করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ratna Bauldas
Ratna Bauldas @Ratna_bauldas

Similar Recipes