কচুর শাক(kochur shaak recipe in Bengali)

Daliya Roy
Daliya Roy @daliyaroy

কচুর শাক(kochur shaak recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৬ জন
  1. ১ আঁটি কচুর শাক
  2. ২ +১চা চামচসর্ষের তেল, ঘি
  3. ২ + ৪ টি তেজপাতা , শুকনো লঙ্কা
  4. ২ চা চামচ চিনি
  5. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  6. ১/৪নারিকেল কোরা
  7. স্বাদ মতনুন
  8. ২ চা চামচ আদা বাটা
  9. ১/২ চা চামচ গোটা জিরা
  10. স্বাদ মত তেঁতুল

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    কচুর শাক গুলো ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিতে হবে

  2. 2

    প্রেসার কুকারে সামান্য একটু জল দিয়ে কচুর শাক গুলো দিয়ে তাতে সামান্য তেঁতুল দিয়ে একটা সিটি দিয়ে নিতে হবে (তেঁতুল দিলে কুটকুটানি থাকে না)

  3. 3

    সিটি দিয়ে নিয়ে ভালো করে শাকের জল ঝরিয়ে নিতে হবে

  4. 4

    এরপর কড়াইয়ে ২ চামচ তেল দিয়ে তাতে সামান্য গোটা জিরে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নেড়ে নিয়ে তাতে আদাবাটা দিয়ে ভালো করে নাড়তে হবে (নাড়ার সময় সামান্যনুন দিলে তেল ছিটকাবে না)।আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তাতে কচুর শাক গুলো দিয়ে আবার ও নড়তে হবে এই সময় পরিমাণ মতো নুন হলুদ ও মিষ্টি দিয়ে দিতে হবে

  5. 5

    এই সময় হাফ কাপ দুধ দিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। বেশ মাখোমাখো হয়ে এলে নারকেল কোরা ও ঘি দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দিয়ে একটা পাত্রে ঢেলে নিলেই তা খাওয়ার জন্য তৈরী

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Daliya Roy
Daliya Roy @daliyaroy

Similar Recipes