আমড়ার টক ঝাল মিষ্টি আচার(Amrar tok jhal mishti achaar recipe In Bengali)

Samita Sar
Samita Sar @cook_25646655

আমড়ার টক ঝাল মিষ্টি আচার(Amrar tok jhal mishti achaar recipe In Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০মিনিট
৪-৫ জন
  1. ১৫টি দেশি আমড়া
  2. ১/২কাপ আখের গুড়
  3. ১/২ চা চামচ নুন
  4. পরিমান মতোমশলা - ২চামচ মৌরি+১চা জিরে+ ১/২চা মেথি ও লঙ্কা ভেজে গুড়ো করা
  5. পরিমাণ মতো১/২চা সরযে,১ চামচ মৌরি ও মেথি, শুখনো লঙ্কা- ফোড়নের জন্য
  6. ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  7. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  8. ২ চা চামচ ভিনিগার
  9. ৩ টেবিল চামচ সর্ষের তেল
  10. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  11. ২ চা চামচ কিসমিস
  12. ১ চা চামচ কর্নফ্লাওয়ার

রান্নার নির্দেশ সমূহ

৪০মিনিট
  1. 1

    প্রথমে আমড়া গুলো নুন দিয়ে ভাপিয়ে নিতে হবে, জলটা রেখে দিতে হবে।

  2. 2

    এবার কড়াইয়ে তেল গরম করে সর্ষে,মৌরি, মেথি ও লঙ্কা ফোড়ন দিয়ে আমড়া দিয়ে নাড়াচাড়া করে নুন,হলুদ গুড়ো, গুড় দিয়ে অল্প আচে সমানে নাড়িয়ে যেতে হবে, গুড় গলে গেলে আমড়া ভাপানো জল,লঙ্কা গুড়ো,১চামচ ভাজা মশলা,কিসমিস,গোলমরিচ গুড়ো দিয়ে সমানে নাড়তে হবে।

  3. 3

    আচার যখন প্রায় হয়ে আসবে আরো ও ১চামচ ভাজা মশলা গুড়ো,১চামচ কর্নফ্লাওয়ার গোলা দিয়ে ভালো করে নাড়িয়ে একদম শেষে ভিনিগার দিয়ে ফুটে উঠলে নামিয়ে নিতে হবে।এই আচার ফ্রিজে রেখে বেশ কিছুদিন খাওয়া যাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Samita Sar
Samita Sar @cook_25646655

Similar Recipes