চিকেন তেহরি (chicken tehari recipe in Bengali)

Priyanka Mondal
Priyanka Mondal @cook_20135513

চিকেন তেহরি (chicken tehari recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০মিনিট
৩জনের জন্য
  1. ৪০০গ্রামচিকেন
  2. ২কাপগোবিন্দ ভোগ চাল
  3. ২টি বড় পেঁয়াজ কুচি
  4. ৩চা চামচআদা রসুন বাটা
  5. পরিমাণ মতগোটা গরম মশলা
  6. প্রয়োজন অনুযায়ীফেটানো টক দই
  7. স্বাদ মতচেরা কাঁচালঙ্কা
  8. ১ চা চামচধনে গুঁড়ো
  9. ১/২ চা চামচ জিরা
  10. ১/২ চা চামচহলুদ
  11. ১/২ চা চামচগরম মশলা
  12. স্বাদ মত কাশ্মিরী লঙ্কা গুঁড়ো
  13. স্বাদ মতলবণ চিনি
  14. পরিমাণ মত সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

৪০মিনিট
  1. 1

    চিকেন ভালো পরিস্কার করে নেওয়া

  2. 2

    সমস্ত গুঁড়ো মশলা

  3. 3

    বাকি উপকরন

  4. 4

    ২চা চামচ সরষের তেল গরম করে কিছুটা পিয়াজ কুচি হালকা ভেজে নিয়ে

  5. 5

    আদা রসুন বাটা,স্বাদ মত লবণ চিনি ও সব গুঁড়ো মশলা ও অল্প জল দিয়ে ভালো করে কষাতে হবে

  6. 6

    এরপর চিকেনের পিস ও ফেটানো টক দই দিয়ে কষিয়ে,উষ্ণ গরম জল ঢেলে রান্নাটা হবে।

  7. 7

    চিকেন সেদ্ধ হয়ে গ্রেভি কিছুটা টেনে এলে এমনি রেখে দিতে হবে।এরপর অপর একটা পাত্রে সরষের তেল গরম হলে

  8. 8

    বাকি পিয়াজ কুচি ও ২টো কাঁচালঙ্কা ভেজে,ধুয়ে রাখা গোবিন্দ ভোগ চাল ও একটু লবণ দিয়ে খুব ভালো করে ভাজতে হবে।

  9. 9

    চাল যত ভালো ভাজা হবে,তেহরি তত ভালো ঝড়ঝড়ে হবে।এরপর ২কাপ উষ্ণ গরম জল ঢেলে একটু ঢেকে ফোটাতে হবে মিনিট দশেক।

  10. 10

    চাল গুলো প্রায় অর্ধেক ফুটে গেলে,গ্রেভি সমেত চিকেন সবটুকু এরমধ্যে ঢেলে দিতে হবে।

  11. 11

    স্বাদমত লবণ ও চিনি দিয়ে

  12. 12

    ঢাকা দিয়ে রান্নাটা হবে

  13. 13

    বাকি চেরা লংকা ছড়িয়ে,ঢেকে ১০মিনিট স্লো ফ্লেমে রান্নাটা হবে।এরপর গ্যাস অফ করে ৫মিনিট অপেক্ষা করলেই তৈরি।

  14. 14

    হয়ে গেলে আলতো হাতে সব একবার ভালো করে মিশিয়ে গরম গরম পরিবেশনের জন্য তৈরি।

  15. 15

    আমি এখানে কিছু স্যালাডের সাথে পরিবেশন করেছি।আপনারা এমনিইও খেতে পারেন।

  16. 16

    চিকেন তেহরি একটা কমপ্লিট ফুল মিল।ভীষনই টেস্টি একটা খাবার।
    ধন্যবাদ 🙏

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Priyanka Mondal
Priyanka Mondal @cook_20135513

Similar Recipes