রুটির কটোরা চাট (rotir katora chaat recipe in Bengali)

Chhanda Nandi
Chhanda Nandi @Ribhu
খড়গপুর

#jcr
অনেক ভেবে চিন্তে বানিয়ে ফেললাম এই রুটির কটোরা চ্যাট। পরে থাকা রুটি দিয়ে এত সুন্দর একটা চাট হতে পারে না বানালে জানতাম না।

রুটির কটোরা চাট (rotir katora chaat recipe in Bengali)

#jcr
অনেক ভেবে চিন্তে বানিয়ে ফেললাম এই রুটির কটোরা চ্যাট। পরে থাকা রুটি দিয়ে এত সুন্দর একটা চাট হতে পারে না বানালে জানতাম না।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20মিনিট
1জন
  1. 2 টোআটার রুটি
  2. 1 কাপআলু ছোটো টুকরো করা
  3. পরিমাণ মতমটরশুঁটি
  4. 1টেবিল চামচ স্যুইট কর্ন
  5. পরিমাণ মতপেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, টমেটো কুচি পরিমান মতন।
  6. পরিমাণ মতসাদা তেল
  7. 1 চা চামচ+ স্বাদ মত বাদাম, লেবুর রস
  8. স্বাদ মতনুন,গোলমরিচ গুঁড়ো, বিট নুন, প্রয়োজন মতন।
  9. প্রয়োজন মতগ্রীন চাটনি, স্যুইট চিলি সস
  10. পরিমাণ মতঝুরি ভাজা বা সেও
  11. প্রয়োজন অনুযায়ী আমচুর পাউডার, চাট মসলা

রান্নার নির্দেশ সমূহ

20মিনিট
  1. 1

    প্রথমে কড়াইতে বেশ অনেকটা তেল গরম করে নিতে হবে। একটা রুটি কে লুচি ভাজার স্ট্রেনার এ বেশ ভালো করে চেপে বসিয়ে দিতে হবে।তারপর ডুবন্ত তেলে আস্তে আস্তে ভালো করে ভেজে নিতে হবে।গোল একটা বাটির মতন শেপ আসবে আর পাপরের মতন হয়ে যাবে।

  2. 2

    পুরো ভাজা হয়ে গেলে ঠিক এই রকম দেখতে হবে।

  3. 3

    ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা আলুকে সেদ্ধ করে নিতে হবে। মটর শুটি আর সুইট কর্ন হালকা সেদ্ধ করে নিতে হবে। বাদাম কে শুকনো কড়াইতে হালকা ভেজে নিতে হবে।

  4. 4

    একটা রুটি কে ছোটো ছোটো টুকরো করে পাপড়ের মতন ভেজে নিতে হবে।

  5. 5

    একটা পাত্রে সমস্ত উপকরণ ঢেলে নিয়ে একে একে মসলা গুলো দিয়ে হালকা করে মাখিয়ে ওই রুটির কটোরা টে ঢেলে দিতে হবে।

  6. 6

    ওপরে গ্রীন চাটনি, সুইট চিলি সস, ঝুরি ভাজা ছড়িয়ে দিতে হবে।

  7. 7

    সব শেষে চাট মসলা, গোলমরিচ গুঁড়ো ধনে পাতা ওপর থেকে ছড়িয়ে দিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Chhanda Nandi
খড়গপুর
ভালো বাসা শুধু রান্নাতেই❤️❤️
আরও পড়ুন

Similar Recipes