লাউ শাক ডাঁটার চচ্চড়ি (Lau shak dantar chorchori recipe in Bengali)

Swagata Mukherjee
Swagata Mukherjee @Swagata_2021
Chicago,, Illinois

লাউ ডাঁটার চচ্চড়ি বাঙ্গালিদের নিরামিষ সাবেকি রান্না। খুব উপকারী একটি পদ। কচি লাউ ডাঁটা পেলে বারোমাস রান্না করে খাওয়া যায়। খুবই সুস্বাদু।

লাউ শাক ডাঁটার চচ্চড়ি (Lau shak dantar chorchori recipe in Bengali)

লাউ ডাঁটার চচ্চড়ি বাঙ্গালিদের নিরামিষ সাবেকি রান্না। খুব উপকারী একটি পদ। কচি লাউ ডাঁটা পেলে বারোমাস রান্না করে খাওয়া যায়। খুবই সুস্বাদু।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জন
  1. ৩০০ গ্রামলাউ শাকডাঁটা
  2. ১ টিবড় সাইজের আলু
  3. ৫ টিসিম মাঝারি সাইজের
  4. ১ টিমাঝারি সাইজের মূলো
  5. ১ টা বড় বেগুনের অর্ধেক অংশ
  6. ৫ টেবিল চামচসরষের তেল
  7. ১\২ চা চামচপাঁচফোড়ন
  8. ১টিতেজপাতা
  9. ১ টিশুকনো লঙ্কা
  10. ২ চা চামচকাঁচা লঙ্কা বাটা
  11. ৭ টিবড়ি
  12. ৩ টেবিল চামচসরষে বাটা
  13. ১\২ চা চামচআদা বাটা
  14. ১ চা চামচজিরা বাটা
  15. ১ চা চামচভাজা জিরা গুঁড়ো
  16. স্বাদ মতো নুন
  17. ১ চা চামচ চিনি
  18. পরিমাণ মত জল
  19. ১/২ চা চামচ হলুদ

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে লাউ ডাঁটা জলে ধুয়ে আঁশ ছাড়িয়ে কেটে নিন। লাউশাক জলে ধুয়ে কুচি করে কেটে নিন। সব সব্জি ভাল করে জলে ধুয়ে ডুমো ডুমো করে কেটে নিন।

  2. 2

    এবার কড়াই এ সরষের তেল গরম করে বড়ি গুলো লাল করে ভেজে তুলে নিন।

  3. 3

    এবার তেলে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন ফোড়ন দিন। সব সব্জি দিন। কিছুক্ষণ সব্জি লাউ ডাঁটাশাক ভাজতে থাকুন। কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা দিন।

  4. 4

    এবার নুন,হলুদ, চিনি দিয়ে নাড়াচারা করে সরষে বাটা দিন। কিছুক্ষণ কষানোর পর বড়ি দিয়ে ঢাকা দিন। সব্জি থেকে জল ছাড়বে।

  5. 5

    কিছুক্ষণ পর পরিমাণমতো জল দিয়ে সব সব্জি সেদ্ধ করে নিন। লাউ ডাঁটা সব্জি সেদ্ধ হয়ে গেলে নাড়াচারা করে গ্যাস বন্ধ করে দিন।
    শুকনো কড়াই এ গোটা জিরা ভেজে গুঁড়ো করে চচ্চড়ির ওপর ছড়িয়ে দিন। ভাল করে নাড়াচারা করে নিন। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Swagata Mukherjee
Swagata Mukherjee @Swagata_2021
Chicago,, Illinois
নতুন নতুন রান্না শিখতে, রান্না করতে আর সেই রান্না সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে খুব ভালো লাগে 🥰.......
আরও পড়ুন

Similar Recipes