মেথি পুরি(Methi Puri Receipe In Bengali)

Samita Sar
Samita Sar @cook_25646655

#WV

মেথি পুরি(Methi Puri Receipe In Bengali)

#WV

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০মিনিট
৫জন
  1. ২কাপ ময়দা
  2. ১কাপ আটা
  3. ২চা চামচবেসন
  4. ১ বাটিমেথি শাক
  5. ১চা চামচ নুন
  6. ১চা চামচ চিলি ফ্লেক্স
  7. ১/২চা চামচগোটা জিরে
  8. ১চা চামচ জোয়ান
  9. ১/২চা চামচ ধনে গুঁড়ো
  10. ১চা চামচ আদা বাটা
  11. ২চা চামচ তেল
  12. পরিমাণ মতভাজার জন্যে সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

২০মিনিট
  1. 1

    প্রথমে আটা,ময়দা ও ব‍্যাসনের সঙ্গে উপরোক্ত সব মশলা,২চামচ তেল ও মেথিপাতা কুচি করে মিশিয়ে ও অল্প অল্প জল মিশিয়ে মেখে নিতে হবে, তবে একটু শক্ত মাখা হবে,১চামচ তেল মাখিয়ে ২০ মিনিট মতো রেখে দিতে হবে, পরে আবার ও মেখে নিতে।হবে।

  2. 2

    এবার ডো থেকে ছোট ছোট লেচি কেটে বেলে নিতে হবে।

  3. 3

    কড়াইয়ে তেল গরম করে লুচি গুলো অল্প আঁচে কড়া করে ভেজে নিতে হবে।

  4. 4

    এবার সার্ভ করার সময় দই ও আচার দিয়ে সাজিয়ে দিলাম, আপনারা যে কোন ও সাইড ডিশের সঙ্গে পরিবেশন করতে পারেন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Samita Sar
Samita Sar @cook_25646655

Similar Recipes